নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরী

০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪০



সে একজন আছেন, উন্মাদিনী
ক্ষমতার মসনদে বসে চালান খেয়াল খুশী
ইচ্ছে হলেই কেড়ে নিতে পারেন প্রাণ
ইচ্ছে হলেই করতে পারেন জীবন দান।
তিনিই এক এবং অদ্বিতীয়
বিকল্প নেই তাঁর কোথাও,
সুতরাং আনুগত্য হও।
তাঁর শক্তির আদি আছে, অন্ত নেই
স্বর্গ-নরক খুলে বসেছেন ঈশ্বরের মত
তোয়াজ করো,
তবেই জুটবে পুষ্পমাল্য।
প্রভুভক্ত কুকুরের ন্যায় নিয়ম মাফিক পা চাটো
তবেই স্বর্গের দ্বার হবে উন্মুক্ত,
সেখানে কেবল সুখ আর সুখ।
চাইলেই পেতে পারো পদ-পদবী
চাহিদামতো নমিনেশন।
অর্থ- প্রতিপত্তি, বিলাতি পাড়ায় বাড়ি
কী নেই সেখানে!
এক জীবনে পূর্ণতারও অধিক পাবে।

খুশি করো, রোজ পূজার আসরে মন্ত্র জপো।

তিনি যেমন স্বর্গের দেবী, তেমনি নরকেরও
যদি বিদ্রোহ করো
যদি অধিকার আদায়ের দাবি তোলো
বিরুপ মন্তব্য করো
যদি বিপ্লবী হও ইবলিশের মত
তবে তোমার জন্য-ই নরক দন্ড।
গুম হবে, খুন হবে
অনাহারে পানাহারহীন মরবে।
তুমি, তোমার প্রিয়তমা স্ত্রী, আদুরে সন্তান
কেউ সুরক্ষিত নয়।
দরজায় পেয়াদা এসে কড়া নাড়বে
টেনে হিঁচড়ে নিয়ে যাবে দন্ডিত নরকে।

তিঁনি অসীম, নত হও।

জননীর হে বেজন্মা সন্তান গণ
"মাতার পায়ের নিচেই বেহস্ত"
তোমাকেই ঠিক করতে হবে, কোথায় যেতে চাও?

(২-১২-২৩)

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

তানভির জুমার বলেছেন: সবই মনে রাখা হচ্ছে।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০০

পাজী-পোলা বলেছেন: তারপর কী হবে?

২| ০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৪

কামাল১৮ বলেছেন: বিএনপি জামাতের অপশাসন মানুষ ভুলে যায়নি।ভুলে যায়নি গ্রেনেড হামলার কথা।নেড়া একবারই বেলতলা যায়।

০২ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৯

পাজী-পোলা বলেছেন: একজন অপশাসন করছে বলে কি আর একজন লাইসেন্স পেয়ে যায়?

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: একজনের অপরাধে আরেকজনকে ধরে নিয়ে যাওয়া শুধু বাংলাদেশের মতো রাজতন্ত্রের দেশেই সম্ভব।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৭

পাজী-পোলা বলেছেন: আরো আছে। উত্তর কোরিয়া মায়ানমার ইত্যাদি।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৭

আমি নই বলেছেন: আপনিই না আবার গুম হয়ে যান। পা চাটা কুকুরের দল বিম্পির কথা বলে নিজেদের অপরাধকে অন্য মাত্রায় নিয়ে যাবে। চোখের সামনে ঘটা ঘটনা অস্বীকার করবে আর যেটা ঘটেই নাই সেটা নিয়ে দেশ গরম করবে। সব চাটার দল।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

পাজী-পোলা বলেছেন: ভয়ে গর্তে লুকিয়ে আছি। গুম হলেও সমস্যা নেই, পরে বের হতে পারলে বলবো আত্মাগোপনে ছিলাম আর বের হতে না পারলে তো মিটেই গেল।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: আজকে আরেকটা নিউজ দেখলাম ছেলেকে না পেয়ে মাকে ধরে নিয়ে গেছে। খারাপই লাগে। এটা অরাজনৈতিক ঘটনা। রাজনৈতিক ঘটনার ক্ষেত্রে মায়াটা আবার ভাগ হয়ে যেতে পারে। নিজেদের পক্ষের জন্য মায়া অথচ বিরোধী পক্ষের জন্য মায়া কাজ করে না। এমনই চলছে চিরদিন।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০০

পাজী-পোলা বলেছেন: হ্যা, এটা আমিও দেখেছি৷ মায়া আসলে নিজের জন্য। নিজের দল ক্ষমতায় এলে নিজেরও তো কিছু উন্নতি হবে।

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি নই বলেছেন: আপনিই না আবার গুম হয়ে যান। পা চাটা কুকুরের দল বিম্পির কথা বলে নিজেদের অপরাধকে অন্য মাত্রায় নিয়ে যাবে। চোখের সামনে ঘটা ঘটনা অস্বীকার করবে আর যেটা ঘটেই নাই সেটা নিয়ে দেশ গরম করবে। সব চাটার দল। ২১ আগস্টের ঘটনার পর আহতদের হাসপাতালে ঘুরে ঘুরে ভর্তি করানো যায়নি। আইভি রহমানসহ ২৪ জনের কথা ভুলে গেছেন? তারেক রহমান ছিল সরাসরি মদদদাতা। ২০০১-২০০৬ পর্যন্ত দেশে কি হয়েছে সব কি মানুষ ভুলে গেছে মনে করেছেন? এসব বাদ দিলাম। জিয়ার সময় বিদ্রোহের নামে ফাঁসি দেওয়া সেনাদের জন্য কি মায়া কাজ করে আপনাদের? পরিবারের কান্না চোখে পড়ে? না কি বলেন বিদ্রোহ করলে ফাঁসি হবেই? আমি তো দেখি অনেকে বলে দুনিয়ায় ক্ষমতার জন্য অনেক কিছু হয়। বিরোধী পক্ষ একই কাজ করলে কষ্ট লাগে কেন?

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০১

পাজী-পোলা বলেছেন: বিরোধী দল, সরকারি দল যে পক্ষই করুক অন্যায় দেখলে কষ্ট লাগে, রাগ হয়।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ২:০৯

হাসান কালবৈশাখী বলেছেন:

বাসে অগ্নি সংযোগ সন্দেহভাজন পুলিশ হত্যাকারের সহযোগী হিসাবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতেও পারে।
কাউকে গ্রেফতার করা কোন খারাপ জিনিস না গ্রেফতার মানে সে আইনের ভিতরে আছে।
আগের মতো তো গুপ্তহত্যা গ্ৰেনেড দিয়ে ২০-২৫ জন হত্যা বিশ্ববিদ্যালয়ে প্রতিপক্ষকে হত্যা, এসব তো বন্ধ হয়েছে।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৬

পাজী-পোলা বলেছেন: আইনেই তো ভরসা রাখা কঠিন, যখন একজন বিচারক কে পর্যন্ত ছাড় দেওয়া হয় না। যখন প্রশাসন একটি বিশেষ দলের বাহিনী হিসাবে কাজ করে।

সন্দেহ ভাজন হলে পুলিশ গ্রেফতার করতে পারে, সেক্ষেত্রে আপনাকে না পেলে আপনার স্ত্রী-সন্তান কে নিয়ে যাবে?

বব্ধ হয়নি কিছুই, শুধু আগে সন্ত্রাসীদের লাইসেন্স ছিলো না, এখন আছে। কতটা ঘৃণা জমলে কারো মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ পাঠ করে বলতে পারেন?

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৩২

সামরিন হক বলেছেন: চমৎকার।

একজন অপশাসন করছে বলে কি আর একজন লাইসেন্স পেয়ে যায়?
আপনার সঙ্গে একমত।

আল্লাহ আমাদের সহায় হোন।
সুপ্রভাত।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৮

পাজী-পোলা বলেছেন: সমস্যা এখানেই, যদি বলি তুই চোর, বলে আগের জন তো ডাকাত ছিলো। অর্থাৎ সে যখন ডাকাত ছিলো, আমি তো চুরি করতেই পারি। অথচো দুইটাই যে অপরাধ কে, কাকে বোঝাবে?

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩১

বাকপ্রবাস বলেছেন: মিথ্যা মামলার আসামীকে না পেলে ধরে নিয়ে যাচ্ছে মা বাবা ভাই দের, বেহেস্তের জননীর বিচার ব্যাবস্থাকে লাল সালাম

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১০

পাজী-পোলা বলেছেন: প্রশ্ন হল আপনি মিথ্যা মামলাতে পরবেন কেন? তোষামোদ করুন, বেহেস্তের জননীর রহমত বর্ষিত হবে।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০৯

করুণাধারা বলেছেন: কী লিখেছেন এসব! এইসব কথা বলার পরিণাম ভেবে দেখবেন না! :(

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

পাজী-পোলা বলেছেন: ভেবে দেখি বলেই, পথে নামি না। শুধু রাগ যখন প্রচন্ড রকম বাড়ে তখন গালি দিয়ে নিজেকে শান্ত করি।

মানুষ থেকেই মানুষ আসে
বিরুদ্ধতার ভীড় বাড়ায়
তুমিও মানুষ, আমিও মানুষ
তফাৎ শুধু শিরদাঁড়ায়।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৫

আমি নই বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: ২১ আগস্টের ঘটনার পর আহতদের হাসপাতালে ঘুরে ঘুরে ভর্তি করানো যায়নি। আইভি রহমানসহ ২৪ জনের কথা ভুলে গেছেন? তারেক রহমান ছিল সরাসরি মদদদাতা। ২০০১-২০০৬ পর্যন্ত দেশে কি হয়েছে সব কি মানুষ ভুলে গেছে মনে করেছেন? এসব বাদ দিলাম। জিয়ার সময় বিদ্রোহের নামে ফাঁসি দেওয়া সেনাদের জন্য কি মায়া কাজ করে আপনাদের? পরিবারের কান্না চোখে পড়ে? না কি বলেন বিদ্রোহ করলে ফাঁসি হবেই? আমি তো দেখি অনেকে বলে দুনিয়ায় ক্ষমতার জন্য অনেক কিছু হয়। বিরোধী পক্ষ একই কাজ করলে কষ্ট লাগে কেন?

একটা অপরাধ দিয়ে আরেকটা অপরাধকে জাস্টিফাই করা যায়?
আপনি বলতে চাচ্ছেন কখনো যদি বিম্পি ক্ষমতায় আসে আর বর্তমান সময়ের চাইতেও ব্রুটাল আচরন করে তাইলে সেটাকে স্বাভাবিক হিসেবেই মেনে নিতে হবে? কারন তারাওতো আপনার মতই লজিক দেবে, ইতিহাস শুনাবে। সরি মানতে পারবনা।

আর জিয়ার আমলে কি হইসে বা তারেক জিয়া কি করছে তার দায় আমি বা আমরা সাধারন মানুষ নেব কেন? আপনারা বিচার করে শাস্তী দিয়ে ঐ অধ্যায় শেষ করেন। হাজারো সাধারন মানুষতো বিচারটাও পায় না।

আমি-আমরা ট্যাক্স-ভ্যাট পে করি, সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করি, সেই সরকার আমাদের চিন্তা কেন করবেনা? আমাদের অধিকার নিয়ে কথা বললেই আপনাদের ২১ আগষ্ট, জিয়ার আমলে দেয়া ফাসি ইত্যাদির কথা মনে হয়? কেনরে ভাই?

যারা অপরাধী তাদের বিচার করেন, শাস্তী দ্যান তাই বলে বাপকে না পেলে ছেলেকে, স্বামীকে না পেলে স্ত্রীকে, ছেলেকে না পেলে বাপকে গ্রেফতার করতে হবে?

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৪

পাজী-পোলা বলেছেন: সমস্যা হল, আমাদের প্রশ্ন আছে, জবাব দেবার কেউ নাই।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: @ আমি নই, আপনি সাধারণ মানুষ পেলেন কই? দেশটা তো আওয়ামী লীগ-বিএনপির। সাধারণ মানুষ এখানে ভাড়াটিয়া। দু'দলের চিপায় পড়ে চিরে চ্যাপ্টা।

বিএনপি-আওয়ামী লীগ যদি পরস্পরের দুঃশাসন নিয়ে কথা বলে সেটা হাস্যকর। কারণ, কেউই ধোয়া তুলসীপাতা নয়। আমার উল্লিখিত মন্তব্যটা সে কথাই জানান দিচ্ছে।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৭

পাজী-পোলা বলেছেন: জনগণ ও ধোঁয়া তুলশীপাতা নয়, ভোটের আগের রাতে পকেট গরম করেই ভোট দিতে যায়৷

কে যেন বলেছিলো, ঠিক মনে নাই। তবে কথাটা এমন ছিলো ' যে দেশের জনগন যেমন, সে দেশের প্রশাসন ও তেমন।'

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

নতুন বলেছেন: আয়ামী দল কানাদের জন্য করুনা হয়। এরাই আবার ক্ষমতা চলে গেছে তাদের উপরে নেওয়া প্রতিসোধের ঘটনায় কান্নাকাটি করবে।

একটা দেশে পুলিশ স্বামী/ছেলে কে না পেয়ে স্ত্রী/বাবাকে নিয়ে গিয়ে রিমান্ডে নিবে এমন ঘটনা লজ্জাজনক।

সভ্য দেশে এটা হতে পারেনা।

আবার বিএনপির নেতারাও এই সব ঘটনার সাথে নোট নিচ্ছেন প্রতিসোধ নিতে.... তারাও ক্ষমতায় গেলে এর চেয়ে কম যাবেনা... :|

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৮

পাজী-পোলা বলেছেন: ক্ষমতা একবার আসলেই সিন্দাবাদের ভুতের মত ঘাড়ে চেপে ধরে। সবকিছু তুচ্ছ মনে করার যে অনুভূতি, সকল কিছু করতে পারার যে ক্ষমতা।

ঈশ্বরকে মাঝে মাঝে হিংসা হয়।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: @ কামাল১৮, রূপক বিধৌত সাধু ও হাসান কালবৈশাখী এনাদের বৈশিষ্ট্য হলো অন্যায়কে অন্যায় স্বীকার না করা কারন তারা এতটাই অন্ধ আম্লীগ সমর্থক।

অন্যায়ের অতীত ইতিহাস টেনে এনে বর্তমানে ঘটে যাওয়া চলমান অন্যায়গুলো ঢেকে দিলে অতীতের অন্যায়ের মহিমা যেমন বাড়ে না তেমনি বর্তমানের অন্যায়গুলোও জায়েজ হয়ে যায় না। সব অন্যায় দিন শেষে অন্যায়ই থেকে যায়।

দলীয় সংর্কীনতার উর্ধ্বে থেকে আমরা কার পক্ষ নিবো? অন্যায়ের পক্ষে নাকি বিপক্ষে?

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৯

পাজী-পোলা বলেছেন: কথা সত্য, কেউ পক্ষপাতহীন নয়
আমি বিপক্ষে, আপনি কোন পক্ষে?

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৪

আমি নই বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: @ আমি নই, আপনি সাধারণ মানুষ পেলেন কই? দেশটা তো আওয়ামী লীগ-বিএনপির। সাধারণ মানুষ এখানে ভাড়াটিয়া। দু'দলের চিপায় পড়ে চিরে চ্যাপ্টা।

বিএনপি-আওয়ামী লীগ যদি পরস্পরের দুঃশাসন নিয়ে কথা বলে সেটা হাস্যকর। কারণ, কেউই ধোয়া তুলসীপাতা নয়। আমার উল্লিখিত মন্তব্যটা সে কথাই জানান দিচ্ছে।


ভাই আমিতো ভাড়াটিয়াই, বিম্পির সময় নিজের ইনকামে কেনা আমার শখের মটরসাইকেল ভেংগে দিয়েছিল, ২০১৮তে চা খাইতে গিয়ে ভোটচুরির কথা বলায় বাআলের দাবরানি খাইছি। যাক সেটা কথা নয়, কথা হল রানিং সরকারে যে থাকবে সমালোচনা তারই হবে এটাই স্বাভাবিক, সমালোচনা করলেই পুর্বের কথা তুলে বর্তমান অপরাধকে হালকা করার চেষ্টা ঠিক নয়।

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

পাজী-পোলা বলেছেন: বিরোধীদের তো সুধরাবার সুযোগ নাই৷ তার ভুল তুলে ধরে আমার কী হবে? যে ক্ষমতায় আছে, সে সুধরে গেলে আমি, আমরা শান্তিতে থাকবো। এ সাধারণ কথাটা মানুষ কেন যে বোঝে না৷

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুঃখ জনক! :(

০৩ রা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৩

পাজী-পোলা বলেছেন: :(

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৭

আহমেদ জী এস বলেছেন: পাজী-পোলা,



সুন্দর বলেছেন -

তুমিও মানুষ, আমিও মানুষ
তফাৎ শুধু শিরদাঁড়ায়।

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৯

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

১৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১৩

কাছের-মানুষ বলেছেন: করুন বাস্তবতা কবিতায় ফুটে উঠেছে!

০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.