নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

জ্বীহ্বাটা লোভী

১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৫



নারী নয় দেবী
আবরণের হেফাজত কেন অবলম্বন হবে বাঁচার?
সামান্য মানুষ সে,
তারও অধিকার আছে প্রকাশ্য হবার।
স্বর্গীয় রুপ বলো, বলো যাকে জান্নাতের রানী
আধারে লুকিয়ে রাখতে চাও কেন?
দেখতে চাও না স্বর্গের দূতি?
যার আঁচলে বাঁধা পরো
তাকেই বাঁধতে চাও সঙ্গে ঘরের খুঁটি?
সীমারেখা কার হবে
রাবণের ডরে সীতা কেন হুজরায় বদ্ধ রবে?
মর্যাদা পুরুষোত্তম পুরুষের কি সাজে?
নির্লজ্জতাই রয়েছে যার জন্মগত অধিকারে।

চোখ খোঁজে যৌনতার বাণ
আঁচলের নিচে কোন গুপ্তধন!
ছায়ায় লুকায়িত অলিক সুন্দর্য
মানুষ সে, নেই তার চিহ্ন।
ঘরের যে সামান্য দাসী
কেন তার মাংসের প্রতি এত অভিরুচি!
বেদীতে বসিয়েছো কাকে?
কাকে দিচ্ছো কোন পুরষ্কার?
যার গর্ভ থেকে ভূমিষ্ট হলে, পূজনীয় সে
আর তাকে করো তিরষ্কার, যার গর্ভে বীর্য তোমার।
রাস্তার যে অর্ধ নগ্ন পাগলিনী
কেন সেও করছে স্বীকার
তীব্র আর্তনাদ, জারজ ভূমিষ্ঠ দেবার।
চেতনা দন্ড করিয়াছো দাঁড়
মাতা মেরীর ও বসায়েছো বিচার,
কলঙ্ক কি শুধু একা তার?
ঈশ্বর কেন বাদ পরে যায় প্রতিবার।

তেতুল দেখে জ্বিব যদি লালা ঝড়ায়
তবে সে দায় তেতুলের নয়, জ্বীহ্বাটা লোভী।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৩২

কামাল১৮ বলেছেন: অর্থবহ প্রতিবাদ।

১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৬

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: খুব বেশি মর্মান্তিক।

১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৬

পাজী-পোলা বলেছেন: হ্যা, এমন দেখলে মাথা ঠিক থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.