![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস এক্সচেঞ্জ এর শর্টফর্ম হচ্ছে বিডীআইএক্স (bdix)। সহজ বাংলায় ইন্টারনেট সার্ভিস গুলোর মধ্যে এক ধরনের ডাটা এক্সচেঞ্জ মেকানিজম। আজকের লেখায় BDIX এবং ftp server bd নিয়ে একটু আইডিয়া দেয়ার চেস্টা করব আপনাদের।
বাংলাদেশের বড় বড় সব আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা নিজেদের মধ্যে যাতে বাইরের সাবমেরিন ক্যাবলের ব্যন্ডউইথের উপর নির্ভর না করেই, নিজেরা লোকাল নেটাওয়ার্কে দ্রুত গতিতে ডাটা আদান প্রদান করতে পারে এই জন্য এই BDIX এর সৃষ্টি।
আপনার নরমাল ইন্টারনেট কানেকশন যাই হোক না কেন, দেখা যাবে আপনার আইএসপি আপনাকে বিডিআইএক্সে ১০০ Mbps স্পিড দিয়ে রেখেছে। ফলাফল স্বরুপ, বাইরের দেশের ওয়েবসাইট বা সার্ভার গুলোতে স্পিড পান আর নাই পান, বাংলাদেশে লোকাল সার্ভার থেকে স্পিড পাবেন ১০০ তে ১০০।
FTP Server আর BDIX
এইখানে এই লোকাল স্পিডের গেমে FTP Server গুলো হচ্ছে বাংলাদেশি নেট ইউজারদের জন্য গোল্ড মাইন। যেহেতু বাংলাদেশে বিদেশি সিনেমা, গেম, এনিমে গুলো সরাসরি বাজারজাত হয় না, তাই ওয়ারেজ ছাড়া দেশি ইউজারদের করার কিছুই থাকে না। বাইরের ওয়ারেজ বা টরেন্ট সাইট গুলোতে তাও যা পাওয়া যায়, শম্বুক ইন্টারনেট স্পিডের কারনে ৫০ বা ১০০ গিগাবাইটের ফাইল নামাতে ঘাম ছাড়ার মত অবস্থা হয়। এই জন্য দেশি বেশ কিছু আইএসপি আর প্রাইভেট প্রোভাইডাররা লোকাল নেটওয়ার্কে তৈরি করেছে কিছু মিডিয়া সার্ভার। যেখান এইসব ঢাউস সাইজের ব্লু রে মুভি কিংবা মুভি বুলেট গতিতে ডাউনলোড করা যাবে। যার আইএসপি BDIX এ যত স্পিড দেবে, তত স্পিডে ডাউনলোড করতে পারবেন।
গড়ে কেমন স্পিড পাওয়া যায়
একেক Internet Service Provider একেক রকম স্পিড দিয়ে থাকে। যেমন, Triangle Internet, Amberit এর মত আইএসপিরা ১০০ Mbps দেয় আবার কেউ কেউ ৮০ দেয়। কিছু নবীন এবং লোকাল আইএসপিরা ৫০০ Mbps দিচ্ছে বলে ইদানিং দাবি করছে। এছাড়া দেশি টরেন্ট সাইট গুলোতেও BDIX network এর ভেতরে সুপার স্পিডে সিডিং তো চলেই।
কোথায় পাওয়া যাবে এইসব সার্ভার
বাংলাদেশে আসলে শ খানেক এর বেশি FTP media server আছে, কিন্তু সব গুল সব নেটওয়ার্কে নেই। আলাদাভাবে গুগলে FTP server free সার্চ করে পেতে পারেন, আবার বেশ কিছু ওয়েবসাইট বা এপে বিভিন্ন বাংলাদেশি এফটিপি সার্ভারের লিস্ট পেয়ে যাবেন, জাস্ট একটু গুগল্ করলেই হবে। এছাড়াও BDIX server খুঁজে পেতে আমাদের এই গাইডটি ফলো করতে পারেন।
©somewhere in net ltd.