![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!
মাইক্রোসফটের উইন্ডোজ এক্সপি-এর পরেই উইন্ডোজ 7, পরবতীতে ভিসতা, সর্বশেষ মাইক্রোসফট তাদের লেটেস্ট উইন্ডোজ ভার্সনটি উন্মুক্ত করে, যার নাম উইন্ডোজ 8, কিন্তু উইন্ডোজ 8-এর স্টার্ট মেন্যুর কারণে এটি তেমন জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তবুও এর রয়েছে অনেক সুবিধা গ্রাফিক্স থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত।
এক্ষেত্রে যারা উইন্ডোজের নতুন ভার্সনটি ইন্সটল করেছিল, পরবর্তীতে অনেকেই উইন্ডোজ 7-এই ফিরে েএসেছে। উইন্ডোজ 7-ই সবার কাছে জনপ্রিয়। যদি উইন্ডোজ-7 এর পাশাপাশি যদি উইন্ডোজ 8-এর স্বাদ নেয়া যায়, তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ, উইন্ডোজ 7-এর পাশাপাশি চলবে উইন্ডোজ 8 অর্থাৎ উইন্ডোজ 7-এই উইন্ডোজ 8 চলবে এমনকি কোন উইন্ডোজ সেটআপও দিতে হবে। ডেস্কটপের লুক এমনকি অন্যান্য উইন্ডোজ 7-এর ফিচারেও আসবে পরিবর্তন। স্টার্ট মেন্যুর লোগোটিওে আগের চেয়ে আকর্ষনীয় দেখাবে।
পুরোপুরি উইন্ডোজ 8-ই মনে হবে উইন্ডোজ 7-কে। আর এটি করার জন্য শুধুমাত্র একটি সফটওয়্যারের প্রয়োজন। সফটওয়্যারটির নাম উইন্ডোজ 8 প্যাক।
সফটওয়্যারটি একটি জিপ ফাইল যা ডাউনলোড করার পর আনজিপ করতে হবে। আনজিপ করার পর ইনস্টল করুন। এরপর কিছুক্ষণ অপেক্ষা করুন। কয়েক মিনিটের মধ্যেই উইন্ডোজের থিম পরিবর্তন হয়ে যাবে। এর কিছুক্ষন পর রিস্টার্ট নিবে। উইন্ডোজ 8-এ পরিবর্তি ত হয়ে যাবে। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
ধন্যবাদ!
২| ১৬ ই মে, ২০১৩ দুপুর ১:২৫
ফেরারি স্বপ্নবাজ বলেছেন: এইডা কি জাস্ট একটা খিম , অর এনিথিং এলস্ ? চেন্জ টা কি শুধু আউটলুকেই ? জানাবেন প্লিজ
৩| ১৬ ই মে, ২০১৩ দুপুর ২:০৪
পিসি হেল্প বলেছেন: পাগলমন, যদি এমনই হতো তাহলে আর পোষ্ট করতাম না। কারও ক্ষতি করার জন্য কোন পোষ্ট দেই না।
ফেরারি স্বপ্নবাজ, থিম না পুরো সিস্টেমই চেঞ্জ করে দিবে। আবার আপনি ইচ্ছা করলেই পরবর্তীতে আনইনস্টল করতে পারবেন। ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৩ দুপুর ১:১৩
পাগলমন২০১১ বলেছেন: সফটওয়্যারটি কতটুকু বিশ্বাসযোগ্য বা পরবর্তীতে কোন সমস্যা করবে কিনা?