নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিসি হেল্প

পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!

পিসি হেল্প

পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!

পিসি হেল্প › বিস্তারিত পোস্টঃ

এমএস অফিসের (MS Office) বিকল্প সফটওয়্যার- কিংসফট অফিস স্যুইট!;)

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২



কিংসফট অফিস স্যুইট একটি মুক্ত অফিস স্যুইট, যাতে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডসিট প্রোগ্রাম এবং প্রেজেন্টেশন মেকার অন্তর্ভূক্ত আছে । তিন ধরনের প্রোগ্রাম আপনাকে অফিসের কাজগুলো সহজেই করতে সহায়তা করে :-



১.রাইটার (Writer) - দক্ষ ওয়ার্ড প্রসেসর



২.প্রেজেন্টেশন (Presentation) - মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ক্রিয়েটর,



৩. স্প্রেডসিটস্ (Spreadsheet) - ডেটা প্রসেসিং এবং ডেটা বিশ্লেষনের জন্য রয়েছে শক্তিশালী টুল



যদিও এটি একটি ফ্রি স্যুইট, যাতে রয়েছে আরো অনেক ফিচার যেমন:- প্যারগ্যারাফ এ্যাডজাস্টমেন্ট টুল, এবং মাল্টিপল ট্যাবড ফিচার । এতে অফিস টু পিডিএফ কনভার্টার, অটোমেটিক স্পেলিং চেকিং এবং ওয়ার্ড কাউন্টার

ডকুমেন্টে ওয়াটার মার্ক ইন ডকুমেন্ট এবং পাওয়ার পয়েন্টকে ওয়ার্ড এ পরিবর্তনও করতে পারে এটি ।

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন । ধন্যবাদ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫০

ক্যাটম্যান বলেছেন: হুদাই। বাংলা ফন্ট এ অনেক সমস্যা হয়। অভ্র দিয়ে লিখলে বক্স বক্স আসে। অফিস ১৩ এর পাওয়ারপয়েন্ট এর কাছে এই ."প্রেজেন্টেশন" এক কথায় দুধভাত।

২| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৫:১৩

মিনহাজুল হক শাওন বলেছেন: অফিস স্যুটটা ভাল। মূলত অবিকল এমএস অফিসের মত, ইউজার ফ্রেন্ডলি ও ফাস্ট আছে। লিনাক্স ইউজারদের জন্য ভাল, আর এনড্রয়েডেও ফ্রি এপ্লিকেশন হিসেবে ভালই কাজ করে। আমি নিয়মিত এটা ব্যবহার করি। তবে চায়না হওয়ার কারণে বাংলা সাপোর্ট খারাপ। আশা করা যায় ইউনিকোড সাপোর্ট ভাল হবে। প্লাস।


@ক্যাটম্যান, নিজে একটা অফিস স্যুট বানান, তারপর হুদাই কইয়েন। যত্তসব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.