নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিসি হেল্প

পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!

পিসি হেল্প

পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!

পিসি হেল্প › বিস্তারিত পোস্টঃ

এ্যান্ড্রয়েডের জন্য ইংলিশ টু বাংলা ডিকশনারিB-)

২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩



আন্তর্জাতিক ভাষা হচ্ছে ইংরেজী ভাষা । আর আমরা বর্তমানে পড়াশুনা করার ক্ষেত্রে ইংরেজী আর কোন ভাষা শিক্ষার জন্য ব্যবহৃত হয় না । এটি বিভিন্ন শ্রেণীর পাঠ্যে এটি ব্যবহৃত হয় । আর এই কারণে অনেকেই দুটো তিনটা করে ডিকশনারি (Dictionary) সামনে নিয়ে পড়তে বসেন । কারণ, একটা ওয়ার্ডের (Word) অর্থ একটি নির্দিষ্ট ডিকশনারিতে নাও থাকতে পারে । এজন্যে এমনটি করা হয় । এখন, এ্যান্ড্রয়েড (Android) ব্যবহারকারীদের আর এই ঝামেলা পোহাতে হবে না । এবার আমরা এ্যান্ড্রয়েডের জন্য একটি ডিকশনারি(Dictionary) এ্যাপ পোষ্ট করলাম। যা ব্যবহার করে সবাই উপকৃত হবে । এ্যান্ড্রয়েডের জন্য ইংলিশ টু বাংলা ডিকশনারি(Dictionary) এটি একটি এ্যাপ্ যেটি ব্যবহার করে আপনি সহজেই ইংলিশের যেকোন ওয়ার্ডকে বাংলায় রুপান্তরিত করতে পারেন ।



১. এর ব্যবহারবিধি অনেক সহজ

২. এটি অনেক ছোট সাইজের এ্যাপ যেকারনে সব এ্যান্ড্রয়েড ডিভাইসে দ্রুত চলে

৩. ওয়ার্ড টাইপ করে, যেকোন স্থানে টাচ্ করলেই রেজাল্ট দেখায় ।

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন ।

ধন্যবাদ!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

নোবডি বলেছেন: ভাল।
দেখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.