![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!
অনেক ফেইসবুক ব্যবহারকারীই এখন নতুন সামাজিক যোগাযোগ সাইট গুগল প্লাসে অ্যাকাউন্ট খুলছেন।
এ ধরনের ব্যবহারকারীদের ফেইসবুকে একাধিক ছবির অ্যালবাম তৈরি করা আছে। গুগল প্লাসে অ্যাকাউন্ট খোলার পর তাঁদের নতুন করে ছবির অ্যালবাম তৈরি করতে হচ্ছে। ফলে ছবি আপলোড দিতে সময় যেমন নষ্ট হচ্ছে, ছবি খুঁজে অ্যালবাম তৈরিতেও ঝামেলা পোহাতে হচ্ছে। তবে এ কাজ অনেক সহজ করে দেবে একটি মাত্র 'এক্সটেনশন' বা এ্যাডঅন্স। এটি কাজ করবে 'ক্রোম' ও 'মজিলা ফায়ারফক্স' ব্রাউজারে। এক্সটেনশনটি দিয়েই ছবি ব্যবস্থাপনা ও সংরক্ষণের জন্য গুগল প্লাসে যুক্ত 'পিকাসা'তে কম সময়ে ছবি স্থানান্তর করা যাবে।
এ সুবিধা পেতে প্রথমে গুগল প্লাস ও ফেইসবুকে লগইন করুন। এরপর আপনার ব্রাউজার অনুযায়ী এ্যাডঅন্সটি এখান থেকে ডাউনলোড করুন। ইনস্টল করার পর ব্রাউজারের ওপর ডান দিকে 'মুভ ইওর ফটোস' অংশে ক্লিক দিন।
এরপর 'লগইন উইথ ফেইসবুক'-এ ক্লিক করে 'অ্যালাও' বাটনে ক্লিক করুন।
এবার দেখতে পাবেন, ফেইসবুকের সব অ্যালবাম ও ছবি গুগল প্লাসের একটি পাতায় দেখা যাচ্ছে। এখন কোন কোন অ্যালবাম বা ছবি গুগল প্লাসে নিতে চান, তা নির্বাচন করে 'আপলোড' অংশে ক্লিক দিন। সফলভাবে আপলোড হওয়ার পর গুগল প্লাসের 'ফটোস' ট্যাবের 'ইওর অ্যালবামস'-এ ছবিগুলো দেখতে পাবেন।
[link|https://www.facebook.com/pchelp123|আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)]
২| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
শাওণ_পাগলা বলেছেন: ধণ্যবাদ। কিন্তু আফসোস বিডির মানুষ গুগল+ ইউজ করতে চায়না। নাইলে গুগল+ কিন্তু ভালোই।
৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++
©somewhere in net ltd.
১|
০৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
আমি বোকা মানুষ বলেছেন: thank u