![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তচিন্তার সংজ্ঞা বর্তমান যুগে একটু অন্যরকম । জ্ঞান আর যুক্তির ধ্বজাধারী লেখায় সলিড যুক্তির চর্চা বাদ দিয়ে অর্থহীন গালাগালি, ন্যুড কমিক, চটি পেইজ, পারসোনাল এটাক, মকারী কে অস্ত্র বানিয়ে সেলিব্রেটি হবার প্রয়াস থাকে যাদের , তাদের আর যাই হক মুক্তচিন্তার অধিকারী বলাটা সমীচীন হবে না। এই তথাকথিত মুক্তচিন্তা প্রকাশের জন্য বই পড়ারও দরকার হয়না, নাস্তিক হওয়ারও দরকার হয়না , কেবল অসুস্থ মানসিকতাই যথেষ্ট । ধার্মিক হওয়ার জন্যেও জ্ঞান আর যুক্তির প্রয়োজন । আর সেটার প্রয়োগও মুক্তচিন্তারই ফলপ্রসূ । কলম চলবেই - তবে সেটার বিচ্ছুরণ ঘটুক যৌক্তিক এবং সংযত । আর মুক্তচিন্তা হোক সমাজটাকে আলোকোজ্জ্বল করার গৌরবময় হাতিয়ার ।
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:২৬
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: ধর্মের সঠিক জ্ঞান অর্জন করতে পারলে সেটা আপনাকে যুক্তি ও বিজ্ঞানের আলোকে ধার্মিকতার দিকেই নিয়ে যাবে ভাই .।.।.। এজন্য সঠিক জ্ঞান এবং সদিচ্ছার প্রয়োজন .।.।।। মন্তব্বের জন্য ধন্যবাদ
২| ০২ রা মার্চ, ২০১৫ ভোর ৬:২৯
প্রাকৃত বলেছেন: সমগ্র জ্ঞানের আর যুক্তির ভান্ডার খালি মনাদের দখলে। বাকিসব তফাত যান
০২ রা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: ওনাদের আবেগতারিত চেতনা আর আধুনিকতার নামে অপপ্রচার আর যুক্তিহীন অপব্যাখ্যা রূপ নিক বাস্তবভিত্তিক সত্য তে .।.।। ধন্যবাদ ভাই আপনার মন্তব্বের জন্য
৩| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৭
অদ্বিত বলেছেন: ধর্ম তো কুসংস্কার। এর জ্ঞান আবার সঠিক হয় কেমন করে ?
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: সুসংস্কারের দেখা আপনার দেখা হয়ে উঠেনি এখনও .।.।.।.। আশা করি ধর্ম নিয়ে পড়বেন , জানবেন এবং অবশ্যই চর্চা করবেন .।.।.।। আপনার জীবন আলোকিত হয়ে উঠুক সঠিক জ্ঞানের আলোকে .।.।।
৪| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৫৪
নরাধম বলেছেন: অদ্বিত, ধর্ম কুসংস্কার কেন? কুসংস্কার কি জিনিস? সুসংস্কারের দেখা কেমনে পাব?
৫| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৬
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: ভাইরে আমিও আপনার মতনই জানতে উৎসুক । মন্তব্বের জন্য ধন্যবাদ
৬| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:১৫
পালের গোদা বলেছেন: শোনেন ভাই পৃথিবীতে কটাক্ষ করা হয় না এমন কোন ধর্ম নাই। প্রতিটা ধর্মই সমালোচিত এবং রিডিকিউলড হয়ে থাকে। শুধু ধর্ম কেন সকল মতবাদ এরই সমালোচনা রয়েছে। কোন ধর্মের কটাক্ষ আর সমালোচনা সেই ধর্মের অনুসারীরা কিভাবে মোকাবেলা করে তাতেই সেই ধর্মের পরিচয় পাওয়া যায়। ইসলামই একমাত্র ধর্ম যার অনুসারীরা ডিমান্ড করে যে তাদের ধর্ম নিয়ে কিছু বলা যাবে না। তাদের ধর্ম কে অসম্মান করা যাবে না। বর্তমান বিশ্বে ইসলামই একমাত্র ধর্ম যার অনুসারীরা তাদের ধর্ম নিয়ে শুধুমাত্র কটুক্তি করার কারনে মানুষ হত্যা করতে উদ্যত হয় কিনবা তাদেরকে হত্যা সমর্থন করে এবং হত্যার পরে উলটো ভিকটিমের সমালচনা করতে ব্যস্ত হয়ে পড়ে। এর বিরুদ্ধে অবশ্যই কলম চলতে হবে। আর একটা ব্যাপার হলো জোর করে মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। ভেবেছেন অভিজিৎ কে মেরে অনেক লাভ হয়ে গেছে? আপনি মনে করছেন ইসলামের চেয়ে ভালো কিছু পৃথিবীতে নাই এবং তা প্রকাশ করছেন। আমি যদি তার উলটোটা মনে করি বলে আপনাকে হত্যা করি, তাহলে কি আমি জিতে যাব? মানুষ কি ইসলামকে ভালো বলা বন্ধ করবে? তাহলে আপনারা কেন মনে করছেন যারা ইসলামকে জঘন্য কিছু মনে করে তাদেরকে হত্যা করলে তাদের কলম বন্ধ হবে? আপনারা নিজের মত নিয়ে থাকুন, নাস্তিকদেরকে সারাদিন গালি দিন, ব্যংগ করুন, কিন্তু তাদেরকে তাদের অনুভুতি প্রকাশ করতে দিন। জোর করে সম্মান আদায় হয় না বরং উলটো ফল হয়। এখন আরো বেশি মানুষ ইসলামকে ঘৃনা করবে। মুসলিম দেশে বসে আপনারা হয়ত সেটা টের পাবেননা। কিনতু বর্তমান অমুসলিম বিশ্বে আস্তে আস্তে সেটাই দাড়িয়ে যাচ্ছে। পৃথিবীতে মুসলিম দেশগুলোর বাইরে বর্তমানে সবচেয়ে ঘৃনিত ধর্ম ইসলাম। সেই ঘৃনা কিনতু নাসতিকদের কটাক্ষ আর গালিগালাজের কারনে তৈরি হয়নি।
০৬ ই মার্চ, ২০১৫ রাত ২:১৬
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: আমার লেখার কোথাও কাউকে গালিগালাজ করা হয়নি... তা সে নাস্তিক হক আর যেই ই হক...... আর কারো মৃত্যুতে কোন লাভ ক্ষতি নিয়েও কিছু লিখা হয়নি ... আমি অভিজিত বা কোন নাস্তিক কে চিনি না বা কে খুন হচ্ছে বা কারা করছে তা নিয়েও আমার লেখায় মাথা ঘামাইনি ......গালিগালাজ, অশ্লীলতা , নোংরামি এসব যারা করার জন্য কলম হাতে তুলে নিয়েছে তাদের আমি মার্জিত ভাষায় আহবান জানিয়েছি অসুস্থ মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য ......।। কাজেই সব জায়গায় একই ত্যানা পেঁচাবেন না । আপনার জীবন হোক আলোকময় । ধন্যবাদ
৭| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
নরাধম বলেছেন: @পালের গোদা, ইসলামকে নিয়ে সমালোচনা করলে কারো হত্যা সমর্থণযোগ্য না। ইন ফ্যাক্ট ইসলাম ঐতিহসিকভাবে সবচেয়ে বেশি সমালোচিত ধর্ম, পড়ে দেখেন এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজম। ইসলামের বিরুদ্ধে প্রতিদিনই হাজার হাজার বই লেখা হয়, হচ্ছে। এসবের জন্য কেউ হত্যা করছেনা বা সমর্থন করছেনা।
অভিজিত বা চার্লি এবডোর কার্টুনিস্ট হেইট স্পিচ দিচ্ছিল। মুহাম্মদ (সাঃ)-কে খানকির পোলা বলা, মহাউন্মাদ বলা, থাবাবাবার লেখাগুলো এসব মতপ্রকাশ না, বাকসন্ত্রাস এবং হেইট স্পীচ। হেইট স্পীচ সব সভ্য দেশে অপরাধ।
৮| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ২:৫৪
এম এম হোসাইন বলেছেন:
ইসলামের সমালোচনা করুক, তাতে সমস্যা নাই। কিন্তু অশ্লীল গল্প রচনা লিখলে সেটা আর সমালোচনা থাকে না, হেইট স্পীচ হিসেবে গন্য হয়।
হেইট স্পীচ সব সভ্য দেশে অপরাধ। এই সহজ কথাটি কিছু লোক বুঝে না। না কি বুঝেও না বুজার ভান ধরে?!
৯| ০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২
জিয়া উদ্দিন আহমেদ বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ। এগিয়ে যান পাশেই আছি।
১০| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৫
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: ধন্যবাদ ভাই ...।। আপনাদের পাশে থাকাই প্রেরনা জোগাবে ......
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৫ ভোর ৪:৫৬
অদ্বিত বলেছেন: ধার্মিক হবার জন্য অজ্ঞানতা আর অযুক্তির প্রয়োজন। বরং ধর্মরূপী কুসংস্কার থেকে বের হয়ে আসার জন্য প্রয়োজন জ্ঞান আর যুক্তি। ঠিক আছে ?