নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী

মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী › বিস্তারিত পোস্টঃ

টি এস সির ধর্ষকরা যদি একাত্তরে জন্মাত

১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৭


নববর্ষের আনন্দ আর বর্ষবরণ উৎসব সার্বজনীন বিধায় তাতে উৎসবের মাত্রাটা থাকে অপরিসীম এবং উৎসবের আমেজও বিরাজমান থাকে সকল বয়েসি বাঙ্গালীর । নাহ, এক্ষেত্রে শুধু বাঙ্গালীর বললে ভুল হবে কারন আমাদের ঐতিহ্যের নববর্ষ উদযাপনের আনন্দের ডাকে শামিল হয় বাংলাদেশে অবস্থানরত সকল দেশের নাগরিক যাদের এই উৎসবের দিনে বাঙ্গালী সাজেই একাত্ম হতে দেখা যায় রাজপথে ।

প্রতিবারেই নববর্ষের দিনে বিশেষ কিছু জায়গায় অনভিপ্রেত ঘটনার জন্ম দেয় সেখানকারই বিশেষ গোষ্ঠীর মুক্ত চেতনাধারি বাঙ্গালী যাদের বর্ষবরণ পূর্ণতা পায় বাঙ্গালী নারীর বস্ত্রহরণে আর তাদের পাশবিক উম্মাদনা মেটানোয় । স্বাধীনতার ৪৪ বছরেও তারা অন্যান্য দিনের মতই এই বিশেষ দিনটিকেও বিশেষভাবে বেছে নেয় তাদের শরীরের বিশেষ একটি অঙ্গের নিয়ন্ত্রন রাখতে না পারার কাপুরুষচিত তাড়নার মোক্ষম ক্ষণ হিসেবে ।

এই লোকগুলোই হয়ত আমার আপনার মত শাহবাগ মুখরিত করে রাখে নব্য মুক্তি যোদ্ধা হিসেবে, চেতনার ধারক হিসেবে । কারন এরা জানে শাহবাগ মুখরিত হয় একাত্তরের ধর্ষিতা নারীর আর্তনাদের বিচারের দাবিতে , এ যুগের মেয়েদের সম্ভ্রমের দাম যেখানে একেবারেই নগণ্য । যার ফলশ্রুতিতে শাহবাগের আন্দোলনের ক্ষণটিতেও তারা তাদের কামনা চরিতার্থ করণে নিষ্ফল হয়নি ।
এবার আসি এদের অস্তিত্ব যদি একাত্তরে থাকতো তবে পরাধীন বাংলার নারীদের ভাগ্যে কি জুটতো তা আর বলার অপেক্ষা রাখেনা । এক্ষেত্রে সে সময়কার নারীদের সৌভাগ্যবতী বলতে হয় বলাই বাহুল্য ।

আর বাংলার মেয়েদের ও এর কিছুটা দায়ভার নিতেই হবে । স্বামীর জন্য যদি ঘরের ভেতর সেজে গুজে থাকার সময় আপনি না ই পান , তবে কেন বাইরে যাবার আগে এতটা সময় নিয়ে, এতটা আড়ম্বর করে সেজেগুজে যাবার প্রয়াস পান ? নিজেকে প্রদর্শনীর উপযোগী করে তুললে কেউ হয়ত দূরে থেকে আপনার প্রদর্শিত অংগে চোখ বুলিয়েই ক্ষান্ত থাকবে , আর বাকিরা যে নিয়ন্ত্রন হারিয়ে ফেলবে না তার গ্যারান্টি নিয়েই কি তবে আপনি মঙ্গল শোভাযাত্রার ভিড়ে শামিল হচ্ছেন নাকি ধর্মকে ব্যাবচ্ছেদ করে নারীবাদী চেতনায় মুখরিত হয়ে আপনিও নিজের কলঙ্ককে ছেলেদের দৃষ্টির দোষের আদলে ঢেকে নেবার প্রয়াস চালাচ্ছেন ? না আমি আপনাদের সম্পূর্ণ দোষ দিয়ে নিজের বিবেককে ক্ষত বিক্ষত করব না । শুধু একটা কথাই বলব , হায়েনাদের ভিড়ে শামিল হবার আগে নিজেকে তাদের খাবার উপযোগী করে না তোলাই শ্রেয় ।

আমার জানামতে এরা কোন মাদ্রাসার শিক্ষার্থী নয় … হলে এতক্ষণে আপনি আমি ঝাঁপিয়ে পড়তাম মাদ্রাসা বন্ধের দাবিতে । মৌলবাদী শিক্ষায় এরা শিক্ষিত নয় … আধুনিক মুক্ত শিক্ষাই এদের বদ্ধ মানসিকতার জন্ম দিয়েছে, সোনার বাংলায় তাই আজ এরাই সোনা ফলাচ্ছে আর আপনি আমি মিডিয়ায় অথবা কাছাকাছি থেকে অবলোকন করে দীর্ঘশ্বাস ছাড়ছি ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩

মিনহাজজ উদ্দীন বলেছেন: I am from kumira , Oh !! It is so bad habit. Everybody heat it.
এবার আসি এদের অস্তিত্ব যদি একাত্তরে থাকতো তবে পরাধীন বাংলার নারীদের ভাগ্যে কি জুটতো তা আর বলার অপেক্ষা রাখেনা । এক্ষেত্রে সে সময়কার নারীদের সৌভাগ্যবতী বলতে হয় বলাই বাহুল্য ।

২| ১৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৯

মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.