![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হামিদ
রাণী হামিদ দাবা খেলেন
মিষ্টি হাসি হেসে ,
আব্দুল হামিদ রাষ্ট্রপতি
সোনার বাংলাদেশে ।
আখতার হামিদ বার্ড দিয়ে
করেন পল্লীর উন্নয়ন ,
ম হামিদ বিটিভি’র ডি জি
নাট্যপাড়ার সুধীজন ।
মুক্তিযুদ্ধের বন্ধু পুত্র
পাকিস্তানের হামিদ মীর ,
বীরশ্রেষ্ঠ হামিদ মোদের
স্বাধীনতার শ্রেষ্ঠ বীর ।
তনিমা হামিদ অভিনেত্রী
মৌসুমি হামিদ মডেল স্টার ,
শাহ হামিদ প্রথম স্পীকার
নসরুল হামিদ মিনিস্টার ।
রাষ্ট্রপতি হামিদ কারজাই
আফগানিস্তান তাঁর দেশ ,
হামিদ আনসারি ইন্ডিয়াতে
ধনে মানে আছেন বেশ ।
হামিদ গাজ্জালি বড় ইমাম
অনেক শাস্ত্রে জ্ঞানী ,
হামিদ খান ভাসানির কাছে
বাঙালি চির ঋণী ।
©somewhere in net ltd.