![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্লিপিং পিলেও আসেনা ঘুম
কি জ্বালা দিয়ে গেলে,
দিবস রজনী জেগে থাকি আমি
বিরহ প্রদীপ জ্বেলে ।
পেইন কিলারে কমেনা ব্যাথা
কি করে সইবো বলো,
কোন কারনে আমার পৃথিবী
করে দিলে এলোমেলো ।
টিয়ার শেলেতে ঝরেনা অশ্রু
চোখ হয়েছে পাথর,
চাপা কান্না বুকেতে জমে,
করেছে আমাকে কাতর ।
লাফিং গ্যাসেও আসেনা হাসি
হাসতে গিয়েছি ভুলে,
এই জীবনের সব অনুভূতি
তোমাতে রেখেছি তুলে ।
©somewhere in net ltd.