| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

সকালে উঠিয়া আমি মনে মনে চাই,
সারাদিন আমি যেন তার দেখা পাই।
নিষেধ করুক যতই মোর গুরুজনে,
সারাদিন আমি যেন থাকি তার সনে।
আর যেন কাউকেই নাহি ভালবাসি,
এক সাথে থাকি যেন মোরা মিলেমিশি।
ভালবাসা নিয়ে যেন কভু করি খেলা,
তার কথা ভেবে যেন কাটে সারা বেলা।
সাবধানে যেন রাগ সামলিয়া রাখি,
কিছুতে তাহারে যেন নাহি দেই ফাকি।
ঝগড়া না করি যেন কভু তার সনে,
সকালে উঠিয়া এই বলি মনে মনে।।
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:১৬
চন্দ্রভুক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন সুস্থ থাকুন।
২|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০৬
চাঁদগাজী বলেছেন:
ভালো লিখেছেন, ভালো কবিতা; আমার এই রকম কবিতার দরকার ছিলো; আমি মুখস্হ করার শুরু করেছি; আগামী ১ মাসের ভেতর সব কটা লাইন মুখস্হা করে ফেলবো। আপনি আরো কয়েকটা লাইন লাগায়ে দেন।
আপনার অনুমতি চাই, এটাকে আমি আমার কবিতা বলবো!
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:২১
চন্দ্রভুক বলেছেন: ইয়েস বস । এটা আপনার কবিতা। আপনার লেখাগুলো সব সময় পড়ি । ভাল লাগে। মোবাইল বেশিক্ষণ ব্লগ পড়ি ঐটা থেকে কমেন্ট করা জায় না। ভাল থাকুন সুস্থ থাকুন।
৩|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:১১
মশিউর বেষ্ট বলেছেন: পাগল প্রেমিক !! শুভকামনা
৪|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:১৪
কবীর বলেছেন: খুব সুন্দর ভাবনা
আমার সাথে তাল মিলান
আমি ও এই স্বপ্ন রোজ দেখি
৫|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:৩৬
দুর্বার ২২ বলেছেন: ভাল লাগছে ![]()
৬|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৩:১৪
টাইম টিউনার বলেছেন: মজা পেলুম অনেক ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ১:০৫
অরুনি মায়া অনু বলেছেন: হা হা হা চন্দ্রভুকের পণ