![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ফাফ ডু প্লেসিস তার পায়ের ক্রাম্প নিয়েও যে ছয়ের উপর ছয় হাকিয়েছে শুধু মনের জোরেই তা সম্ভব । মাশরাফির পর ডু প্লেসিস একমাত্র প্লেয়ার কে দেখলাম যে ইঞ্জুরি নিয়েও বীরের মত শট খেলে যাচ্ছিলো। প্রতি শট খেলেই বসে পড়ছিলো তবু ফিল্ড ছাড়ছিলো না আর সেঞ্চুরি পুর্ন করে আরো ভয়াবহ রুপে বোলারদের পিঠাতে থাকে বিশেষ করে আক্সার প্যাটেল কে ।আক্সারের এক অভারেই ২৪ রান নিয়েছিলো ।তখন দুইবার মাঠেই শুয়ে পরেন ডু প্লেসিস আবার হালকা স্ট্রেচিং নিয়ে উঠে ব্যাটিং শুরু করেন ফাফ ।১৩৩ রান করে রিটায়ার্ড হয়ে মাঠ ছারেন ডু প্লেসিস কিন্তু তার আগেই দেখিয়ে দিল শরীরের ব্যাথা মনের জোরের কাছে কিছুই না যদি সেটা নিজের দেশের জন্য হয় । ম্যাশের পর আমি আজ ডু প্লেসিসে মনের জোর দেখে ওর ফ্যান হয়ে গেছি ।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৬
জেনারেশন সুপারস্টার বলেছেন: জ্যাক ক্যালিসের জায়গাটা ভালোভাবেই নিয়েছে।