নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ আমার ইচ্ছা ফেসবুকে আমি https://goo.gl/MsyCIb

রুদ্র রিটার্ন

রুদ্র রিটার্ন › বিস্তারিত পোস্টঃ

মাশরাফির অন্য রূপ

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৮



ভাবছিলাম এই টপিকে আমিই লিখবো কিন্তু তার আগেই পুর্নম ভাই লিখে ফেলছেন তাই তার লেখা টাই দিচ্ছি ।

খেলার মাঠে মাশরাফি যেন শিকারি বাঘ, প্রতিপক্ষকে বধ করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ। পুরো ম্যাচে এক মুহূর্তের জন্যেও বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। কখনো বল হাতে উইকেট ভাংছেন, কখনোবা ব্যাট হাতে বোলারের মাথার ওপর দিয়ে উড়িয়ে মারছেন, কখনোবা চতুর অধিনায়কত্বে প্রতিপক্ষকে ঘায়েল করছেন। কিন্তু খেলার আগে পরেই সেই মাশরাফিকে দেখা যায় একেবারেই অন্য রূপে।

এই যেমন শুক্রবার মিরপুরে প্রথম টি-টোয়েন্টির ঘন্টাখানেক আগের কথা। মাঠের দুই প্রান্তে আলাদা আলাদাভাবে অনুশীলন করছে দুই দল। হঠাৎই মাশরাফি এগিয়ে গেলেন প্রতিপক্ষ জিম্বাবুয়ের অনুশীলন স্থানের দিকে। দূর থেকে দেখেও কারণটা সহজেই বোঝা গেল। সেখানে যে আছেন ডেভ হোয়াটমোর, মাশরাফির সাবেক গুরু! মাশরাফি এগিয়ে গেলেন, যেয়ে কি কি জানি আলাপ করলেন। এরপর আবার ফিরে গেলেন অনুশীলনে।

এরপর ছক্কা পিটিয়ে দলের জয় নিশ্চিত করে আবারও বাংলাদেশে ড্রেসিংরুমের দিকে না গিয়ে জিম্বাবুয়ের ডাগ আউটের দিকে হাঁটা শুরু করলেন মাশরাফি। আবারও দৃশ্যপটে হোয়াটমোর। কিছুটা দূর থেকেই সাবেক এই কোচের দৃষ্টি আকর্ষণ করে ইশারায় কি জানি বললেন, হোয়াটমোরও প্রতি উত্তর দিলেন।

আবার পুরস্কার বিতরণীর সময় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ম্যালকম ওয়ালারের পাশে দাঁড়িয়ে মেতে উঠলেন গল্পতে। তার কাঁধে ভর দিয়েই দাঁড়িয়ে থাকলেন কিছুক্ষণ। কে বলবে যে একটু আগেও এই দুজন একে অপরের প্রতিপক্ষ ছিলেন!

খেলার মাঠে প্রতিপক্ষকে এক বিন্দু ছাড় না দেওয়ার খুনে মানসিকতার মাশরাফিই মাঠের বাইরে প্রতিপক্ষের খেলোয়াড়, কোচদের সাথে গল্পে মেতে ওঠেন। সংবাদ সম্মেলনেও বার বার তাদের প্রতি জানান সম্মান। মাশরাফি তো এমনই

সোর্স - Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২২

এস কাজী বলেছেন: হুম এই হল আমাদের মাশারাফি। যেখানে যেভাবে!!

লেখাটা অবশ্য ক্রিকপ্লাটনে পড়েছিলাম। তবে যুক্ত করা লিঙ্ক টা একটু দেখবেন কি?? এটা মনে হয় শো করছে না।

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৪

রুদ্র রিটার্ন বলেছেন: এইবার ফেবু লিংক দিয়ে দিলাম ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.