![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আকারহীন। তাই সাধারন চোখ আমায় দেখতে পায়না। আমার কারনেই শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ। আমি আছি তাই সৃষ্টি ধ্বংস। আমিই সুখ দুঃখের মহা ঔষধ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার গর্ভেই স্থাপিত। বয়প্রাপ্ত বা ক্ষয়প্রাপ্ত না হলে আমার অস্তিত্ব বোঝা যায়না। সহজে কেউ আমায় অতিক্রম করতে পারে না। জ্ঞানের চোখ দিয়ে আমার স্বরূপ জানা যায়।আমি সব জায়গায় বিরাজমান। আমাকে ছাড়া নেই আনন্দ বেদনা,নেই জন্ম নেই মৃত্যু। আমি নেই পরিবর্তন নেই, আমি নেই তো কিছুই নেই।। আমি কে!!! সময়।আমি সময়।
২| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:০৬
লক্ষ্মীছেলে বলেছেন: সময়।আমি সময়।.....................__।।
০৮ ই জুন, ২০১৬ রাত ৮:৫৮
প্রণব দেবনাথ বলেছেন: ধন্যবাদ।।
৩| ০৭ ই জুন, ২০১৬ রাত ৮:০৯
লক্ষ্মীছেলে বলেছেন: মিঃ রয়, প্রত্যাহার করুন আপনার কথা, বলুন আপনি ঈশ্বরের দাস বা......।
৪| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:০১
কালনী নদী বলেছেন: দেখতে যদি হয় বাসনা চলে যাও ঘড়ির কাছে
যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভেতর লুকাইছে
পর্দারও সত্তুর হাজারে
তার ভিতলে লড়ে চড়ে
জ্ঞান নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে;
ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন,
ওরে আমার মনবোকা;
বাউল রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ির দেখা!!
১২ ই জুন, ২০১৬ রাত ৮:৪৮
প্রণব দেবনাথ বলেছেন: অসাধারণ ।।
৫| ২৭ শে জুন, ২০১৬ রাত ১:২৭
চাঁদগাজী বলেছেন:
যা কল্পনার বাহিরে, অসীম
৬| ০৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪১
সুমন কর বলেছেন: অল্প হলেও ভালো লিখেছেন।
+।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৬ রাত ৮:০৩
বিজন রয় বলেছেন: আমি ঈশ্বর।