নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাহফুজুল ইসলামের শখের ব্লগ

চটপট ক

...

চটপট ক › বিস্তারিত পোস্টঃ

আজকে বলবোই!!!!!!!!!!!!!!!!!!!!!!;)

২২ শে জুন, ২০১৩ রাত ৮:০১



যে কথা বলা হয় নি কখনো

যে কথা বলতে গিয়েও হয়নি বলা কোন কারনে

প্রতিবার যখনি ভেবেছি আজ বলবোই

বলতে যেয়ে দেখি তুমি আসনি তখনো

সময় বয়ে গেছে স্রোতের মত করে

নিত্ত হয়েছি পরাস্ত, কারণ তুমি ছিলে পরিবেষ্টিত “জনারন্যে”(!!)

সুযোগের অপেক্ষায় দিন গুনেছি, প্রতিদিন আয়নার সামনে অনুশীলন করেছি।

আর মনে মনে ভেবেছি কবে আসবে সেই ক্ষণ?

আজ এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, কেউ থাকবে না তোমার সাথে(!!)............

আজ তোমাকে বলবোই........................



“”থাবড়ায়ে গাল ফাটাইয়া দিমু”” >>> এত্তদিন হইল টাকা নিসৎ, এখনো ফেরত দেওয়ার নাম নাই!!!!!!!! :P :D

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ৯:১৫

বটের ফল বলেছেন: হেহেহেহেহেহ

শেষেতো পুরাই টাসকি মাইরা দিছেন।

কবিতা ভালো হয়েছে।

পোষ্ট প্লাসায়িত।
++++++++++

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৯

চটপট ক বলেছেন: ধন্নবাদ ভাই। আমার ব্লগ লাইফের প্রথম প্লাসদাতা আপনি। এইজন্য ডাবল ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.