| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Ramadan is the month of fasting, not the month of feasting.!!
কিন্তু রামজান মাস আসলেই পত্র-পত্রিকায় যেভাবে খাবারের রেসিপি দেওয়া শুরু হয়,বাড়িতে বাড়িতে ইফতার বানানো হয়, রেস্টুরেন্টে ইফতারের পসরা সাজানো হয়, রাস্তায় রাস্তায়, হোটেলে ইফতার প্যাকেজ দেওয়া হয় , তা দেখে তো মনে হয় এই মাস ভোজন উৎসবের মাস!!!! ![]()
![]()
আরেকটা ব্যাপার যা চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দ্যায় আমরা রমজানের প্রতি কতটা প্রতিজ্ঞাবদ্ধ??!!![]()
রোজা সুরুহলো মাত্র, কিন্তু এখনি সকলের ব্যাস্ততা শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা নিয়ে!!!
কে কি পরবে, কি কিনবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা!!!মার্কেটে নতুন কি এলো তার খোঁজ নেওয়া শুরু হয়ে গেছে!!!![]()
দুঃখের সাথে বলতে হচ্ছে-- আসলে রমজান এখন আমাদের কাছে শুধুই একটা ট্র্যাডিশন মাত্র!!! ![]()
** টিভির অনুষ্ঠানাদি ও বাস্তব অভিজ্ঞতার আলোকে লেখা**
১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩
চটপট ক বলেছেন: ঠিক বলেছেন ভাই। আপ্নাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৮
ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: মাহে রমজান হচ্ছে ইবাদাতের মাধ্যমে অধিক বোনাস লাভ করার সুযোগ। দুর্ভাগ্য আমাদের, আমরা অনেকেই আজ তা ভুলে গিয়ে ভোজন আর কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ছি। বাস্তবতা তুলে ধরায় আপনাকে ধন্যবাদ।