নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুন নামে!

নতুন নামে!

আশিকুজ্জামান পিয়াশ

ট্যুরিস্ট। ঘুরেফিরে দেখছি সবকিছু।

আশিকুজ্জামান পিয়াশ › বিস্তারিত পোস্টঃ

চাওয়া, কামনা নয়

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

আমি চাই প্রিয়ের চুমু, কামনাহীন কিন্তু আবেগসিক্ত

আমি চাই হতে সর্বহারা,পুরোপুরি রিক্ত।



আমি চাই এক অদ্ভুত সবুজাভ নীল আলো,

আমি চাই তুই আমাকে বাসিস ভালো।

আমি চাই একটা নির্জন দুপুর, এলোমেলো ভোর,

আমি চাই সবকিছু যা আছে তোর।



আমি চাই একটা বিশাল দ্বীপ, সাথে বালুময় তীর-

আমি চাই একটা ক্ষুদ্র কিন্তু শান্তির নীড়।



আমি চাই আকাশের বুকে সাদা মেঘের মারামারি,

আমি চাই নীলের বুকে সাদা বকের উড়াউড়ি।



আমি চাই জীবনের চাপে নুয়ে পড়া মানুষের সান্নিধ্য,

আমি চাই তাকে করতে উজ্জ্বীবিত।

আমি চাই সমরে ভেঙে পড়া মানুষের ঘুরে দাড়ানো-

তবে-

আমি চাই না কোন মন যেটা দুমড়ানো মুচড়ানো।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

মাক্স বলেছেন: আমি চাই একটা বিশাল দ্বীপ, সাথে বালুময় তীর-
আমি চাই একটা ক্ষুদ্র কিন্তু শান্তির নীড়।++++++++

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

আশিকুজ্জামান পিয়াশ বলেছেন: এই নীড়ে থাকবে কল্পনার রাজত্ব। সবকিছু ছাড়িয়ে।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

রাইসুল নয়ন বলেছেন: আমি চাই সবকিছু যা আছে তোর।

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

ভালো লাগলো।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.