নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nazmul Pintu

নাজমুল পিন্টু

https://www.facebook.com/nazmul.pintu

নাজমুল পিন্টু › বিস্তারিত পোস্টঃ

দিন বদলের দালাল মিডিয়া - আফসোস !!

১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৪

এক সময় ভাবতাম:- মিডিয়াগুলার তো কাম কাজ নাই যে অন্যের গুনগান কইরা বা এজেন্ট হইয়া কাম কইরবো, হেয়তো নিজেরে জনপ্রিয় করার লাই 'Busy' ।



কিন্তু এখন ভাবি :- সম্পূর্ণ ভুল ছিলাম, নিচের কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে কিভাবে এই মিডিয়াগুলো সমাজে - "নিজেদের জনপ্রিয়তাকে পুজি করে মানুষদের মূল্যবোধকে পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আগায় " - কিংবা- "কোনো বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে Paid দালাল " হিসাবে কাজ করে ,



উদাহরণ এক:- জার্মানি সুপার মার্কেট Lidl যখন ফিনল্যাণ্ড এ তাদের কার্যক্রম শুরু করলো তখন নিজেদের ব্যবসায়িক স্বার্থে ফিনল্যাণ্ড এর 'K গ্রুপ' (K সুপার মার্কেট ) lidl এর বিরুদ্ধে জনমত তৈরী করার জন্যে মিডিয়াতে ঢালাওভাবে প্রচারণা শুরু করলো , যদিও ধারণা করা হয় যে সরকারি মুচলেকা দিয়ে সাশ্রয়ী এই জার্মানি সুপার মার্কেটটি ফিনল্যাণ্ড এ প্রবেশ করে সফলতার সাথেই এখনোও তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।



উদাহরণ দুই:- ড. জাকির নায়েক খুব সম্মানিত একজন ধর্ম প্রচারক, যুক্তরাজ্যে ওনার কতিপয় সমাবেশের পূর্বে মিডিয়াতে উগ্র মৌলবাদপন্থী বলে ঢালাওভাবে প্রচারনায় সমালোচনা করে জনমতের চেষ্টা চালানো হয় , এতে এমনকি যুক্তরাজ্যে উনার প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল, যদিও আইনি লড়ায়ে উনি বিজয়ী হোন।



উদাহরণ তিন:- একজন মুসলমান হিসাবে আপনি আমার মতই বিশ্বাস করবেন যে "আমরা সন্ত্রাসী নই ", কিন্তু এটা আপনার মতই আমিও জানি যে সবিগুলোই মিডিয়ার তৈরী ।



বিতর্কিত "টুইন টাওয়ার হামলা", "সোভিয়েত ইউনিয়ন এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এক সময়কার বন্ধু লাদেনদের লড়াই ", "তথাকথিত ইরাকের রাসায়নিক অস্ত্র " প্রমুখ হাজারও উদাহরণ পাওয়া যায় নির্দ্বিধায়।



এখন আসি সারাংশে :- যদি দিন বদলের নামে বাংলাদেশেও বড় কোনো প্রজেক্ট ও পরিকল্পনার আওতায় বিশাল জনমত পরিবর্তনে বা সত্যকে গোপন করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে মিডিয়াগুলো ধীরে ধীরে অনেক দূর এগিয়ে আসে, তবে আমিও কিন্তু মোটেও অবাক হব না ।



মজার ব্যাপার হলো :- অবলা dijuce সম্প্রদায় ঠিকই আলিঙ্গন করে নিসে "মে তুমসে পেয়ার কারটা হু " কিংবা "mera dil janta hain" ।



ঋতুপর্ণ:- তুমি মরে আমায় দিয়েছ পণ্য,

সানি লিউনি: তোমায় পেয়ে BD মিডিয়া হয়েছে ধন্য,

বলিউড: তোমায় রাজা করেছি দেশেরই জন্য

দাদারা:- দালালগুলারে নিয়ে দেশকে করবে কবে ধন্য??

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৩

আতা2010 বলেছেন: ড. জাকির নায়েক খুব বড় দালাল ।
সে হিন্দু গুলার দেশে ধর্ম ( বিকৃত ধর্ম ) প্রচারক
করে । দাদারা তাকে কিছু বলে না কেন?

সেই হিন্দুরা তাদের দেশে মুসলমানদের চরম অত্যাচার করে। তখন জোকাড় নায়েক বোবা শয়তানের মত চুপ থাকে।

সব কাফিরের ধর্ম এক।
সব দালাল ব্লগ / দালাল মিডিয়ার ধর্ম এক।
তাহলো মুসলমানদের প্রতি অপপ্রচার ।

লন্ডনে মসজিদ আগুনে জ্বালিয়ে দিয়েছে খ্রিষ্টান দুর্বৃত্তরা। এখন মানবতাবাদীরা কোথায় ?
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.