![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহ কি শান্তি :- আমি বাঙালি, মৃত্যুর পর আমায় বাঙালি বলে উঠানো হবে ..... আমি জাতীয়তাবাদিতে বিশ্বাসী, দিন শেষে পড়ন্ত বিকালে আমায় "ওহে বাংলাদেশী" বলেই অবমুক্ত করা হবে।
আমরা বুঝদার :- বিধাতা কাল বাঙালি ও বাংলাদেশীদের জন্য আরেকটি হাসরের ময়দানের আয়োজন করবেন, আহ কি শান্তি রে বাবা!! হাসরের ময়দানে কাটা তারের বেড়া দিয়ে দিতে হবে, অন্য জাতির অবস্তান সেথায় অনাকাঙ্খিত !!!! (বিধাতা, আমি এদের দলে না, তুমি স্বাক্ষী )
মুখে ধর্মের বলি, কর্মে ব্যর্থতা - বিশ্বাসে ধোকাবাজ, অন্তরে তিক্ততা :- টুপি পরা আদম তুমি আমার কাছে মৌলবাদ, বিধাতাই অবিশ্বাসী তুমি আমার আছে সাধুবাদ।
ধর্মে নিরপেক্ষতা /উদারতা / তথাকথিত সুশীল :- এ যারা বিশ্বাসী, খেয়াল করলেই দেখা যায় "নাস্তিক বা নাস্তিকদের পৃষ্টপোষকদের সাথে এদের সম্পর্ক ভালো", তুপি পরা/ দাড়িওলা মানুষ তাদের সাময়িক তিক্ততার কারণ.... এক মুখে দুই কথায় বিশ্বাসী :- জাতিতে জাতীয়তাবাদ ফার্স্ট, ধর্মে ধার্মিক লাস্ট....
ধর্মকে কোনঠাসা করতে অজুহাত যাই হোকনা কেন :- এগুলো যুগ যুগ ধরে পরীক্ষিত - একই আঙ্গিকে উঠে আসা সময়ের আবর্তনে পরিবর্তিত পেচাল, দেখার বিষয় হলো পরীক্ষিত সময়ে বিজয়ী কারা?
সহায়হীন হাত পা বাধা মানুষটিকে আগুনে নিক্ষেপ করলে যেই অনুভুতি তার অন্তরে ফুটে, প্রতিটা মানুষকেই সেই অনুভুতির মধ্যদিয়েই দুনিয়া ছাড়তে হয়:- জগতের সবচেয়ে ক্ষমতাধর মানুষটিকেও সামনের বিচরন্কারীদের মাঝে পাওয়া যাবে না ... দিন শেষ সূর্যের আলোই চিরন্তন সত্য।
২| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: .....প্রতিটা.মানুষকেই সেই অনুভুতির মধ্যদিয়েই দুনিয়া ছাড়তে হয়:- জগতের সবচেয়ে ক্ষমতাধর মানুষটিকেও সামনের বিচরন্কারীদের মাঝে পাওয়া যাবে না ... দিন শেষ সূর্যের আলোই চিরন্তন সত্য।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০
কাদুণে গ্যাস বলেছেন: