নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nazmul Pintu

নাজমুল পিন্টু

https://www.facebook.com/nazmul.pintu

নাজমুল পিন্টু › বিস্তারিত পোস্টঃ

মহামানব হবার সহি-তরিকা :D

০২ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:১৮

ফিনল্যাণ্ড এর প্রথম দিকে একটি বন্ধুর আদর্শে বেশ অনুপ্রেনিত হয়ে ছিলাম :- বন্ধু আমার, নিজের চরিত্রকে উন্নত করতে বিখ্যাত বিখ্যাত মনিষীদের বাণী অনলাইন থেকে পরে নিজের চরিত্রকে সুন্দর করে তোলার প্রজেক্ট হাতে নিয়ে মাঠে নেমে পরেছিল । আমাকে তার প্রত্যাদেশ দেওয়া ছিল যে :- "যখন যেখানে যেই মহান ব্যাক্তিদের মহান বানীগুলো পাবি, আমার ওয়ালে পোস্ট দিবি, আমাকে জানাবি কিংবা ইমেইল করে পাঠাবি" , আমিও বন্ধুকে মহামানুষ করতে নেমে পরলাম মাঠে "মহা মানুষ বানানোর মেটেরিয়াল (Material) " সংগ্রহে।



কিন্তু আমাদের দুইজনের যেই ব্যাপারটা Common সাধারণত ছিল তা হলো :- কোনো কারণ ছাড়াই, ছোটবেলা থেকে শুনে আশা "মহামানব প্রিয় মানুষ (সা:) " কে শোনা কথা ভেবে আড়ালে রেখে অন্য মহামানবের কথায় নিজেকে মহামানব করতে ব্যতিবেস্ত হয়ে পরলাম । "কাগজের লেখা কাগজে থাক, আমি যাহা বুঝি তাহাতেই সন্তুষ্ট" - এই টাইপ আর কি !!



তখন নিজের অজান্তেই :- ইসলামের কথা বলতে উপরে উপরে না হলেও ভিতরে ভিতরে দুইজনেরই "খস-পাচড়ার" মত গায়ে জ্বলন, সবদিকে ধর্মকে টেনে না এনে নেওয়াকে অনেকটা বড় মাপের জ্ঞানীগুনি মহত ব্যাক্তি বলেই মনে হত । ধারণা ভুল ছিল তা সবাই বলবে, কিন্তু , আমার প্রশ্ন হলো :- হাতের কাছে মহত মানুষ হবার উপকরণ, অন্তর দিয়ে কয়জন তা মানে ??



দেখুনতো, এই একটা বাক্যই আমাদেরকে মহত বানাতে পারি কি !! :-



"হে আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই সব রকম দুর্ভাবনা-দুশ্চিন্তা থেকে, নিষ্কর্মন্য হওয়া থেকে, অলসতা থেকে, কৃপণতা থেকে, ভীরুতা থেকে, ঋণের বোঝা থেকে, আমার ওপর লোকেদের প্রাবল্য ও ভীতি থেকে" - [সাহিহ আল বুখারি; হাদিস নংঃ ২৪০৬]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.