![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের অস্ত্র- গান, শ্লোগান, কবিতা,
একটু হৃদয়ের ছোঁয়া পেয়ে
যা হয়ে ওঠে পৃথিবীর সবচাইতে বড় সৃষ্টিশীলতা,
যা বেড়ে উঠে
নিরস্ত্র ভালোবাসায়
ধ্বংস করে দেয় সব বাধা-ব্যারিকেড।
রক্ত নিয়ে নয়,
নিজেদের বুকের তাজা রক্ত দিয়েই-
আমরা জয় করি দুনিয়াটা।
তাই বলে ভেবোনা,
আমরা রক্ত নিতে জানি না।
আমাদের ঘরের লক্ষী সাধাসিধে মেয়েরাও
ব্যারিকেডে প্রান দিতে জানে।
আর প্রয়োজনে
তারা প্রান নিতেও জানে।
শ্লোগানে মুখর শিববাড়ীর মোড়, প্রজন্ম চত্তর
"শাহবাগ থেকে শিববাড়ী
তোমার আমার ঘরবাড়ী"
"তোমার আমার ঠিকানা, শাহবাগের ঐ আঙিনা
তোমার আমার ঠিকানা, শিববাড়ীর এই আঙিনা"
ফেসবুক এ্যালবাম লিংক
©somewhere in net ltd.