![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেগুলো এখনো শ্লোগান দিয়ে যাচ্ছে। ফিরে আসবার সময় টের পেয়েছি শীত পড়বে রাত গভীর হলে। মাথার ওপর কুয়াশা - কোনো ছাত নেই মাথার ওপর সেসব এড়ানোর। তবু ওরা পালাকরে শ্লোগান আউড়ে যাচ্ছে। খুব ক্লান্ত কেউ কেউ পাশেই শুয়ে, বলাচলে রাস্তার ওপরেই।
ভরসা ফিরে পাচ্ছি মানুষের ওপর।
ফেসবুক এলবাম
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
পীরসাহেব বলেছেন: রাজাকার কি? উহারা কোন শ্রেনীর পশু? উহাদের পশু বলিয়া ডাকিলে কেনো নিখিল বিশ্ব পশুসমাজ মানহানীর প্রতিবাদ লিপি পাঠায়? এই মর্মে ২০০ শব্দের একখানি আঙড়েঝি রচনা লিখিয়া পুষ্টান, সময় ২৪ ঘন্টা
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেছেন: বস আইজকার লেটেস ঘটনাটা কমেন্টে দিয়া দেই। এক চোদনার পুতে আমার অফিসের সামনে দাড়ায়া আমার আরেক ভাই এর সাথে কথা বলতেছে, সারমর্ম এই রকম আরে অমুক সাব বইলেন না এইগুলা হইলো ইন্টারনেটের পুলাপাইন কি সব নাসব ওইযে শুনেন না দেখে ভিডিও মিডিও। এইগুলা হইলো পাগল ছাগল গাঞ্জা গুঞ্জা খায় এইডি তো এমনিতেও শাহবাগেই থাকে। এহন একটু চিল্লা চিল্লি করতাছে আর কি। কাইল ই দেখবেন কই যাইবো। বাই দিস টাইম আমার ওই ভাই আমাকে মিসকল দিছে আমি বুঝতে পারছি কিছু একটা। টানা পাচ সাত মিনিট তার বয়ান শুনলাম। কথা শেষ আর বড় ভাই যে ছিল সে মাস্ট বুঝতে পারছে যে আইজকা ঘটনা খারাপ হবে। সে বললো আমি আসতেছি (বলে সামনে থেকে চলে গেলো। আমি উনাকে বললাম
চাচা একটু শোনেন তো এইদিকে আসেন
মিহি সুরে চাচা কি বাবা
একটু শুইনা যান
আরো কাছে আসলেম উনি
কানের কাছে মুখটা নিয়া কইলাম
চুৎমারানির পোলা তুই যদি খালি আমার বাপের বয়সি না হইতি তাইলে ঢাকা শহরের সব কুত্তা দিয়া তরে আইজ আমি চোদাইতাম
নডির পুত ৫ সেকেন্ডের মধ্যে চোখের সামনে থেইকা হাওয়া হবি নাইলে আমি তরে টিকটিকি দিয়া পুটকি মারামু।
আংকেল যান গা যান। টিকাছে
যান গা। (এই সময় দুইজন পরিচিত মানুষ চলে আসায় সুর চেইঞ্জ করছি।)
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৬
পীরসাহেব বলেছেন: আর বইলেন না, কত বাজে কথা বলে আশে পাশে। খুলনা হৈল খানে সবুর রাজাকারের যায়গা, আর রূপসার ওপার এখনো রাজাকার আর তাদের বংশধরদের উৎপাত।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: চেক মাই আপডেট ইন এফবি - আম্রিকা ফাটায়ালামু আজকে খালি ঠোলারা দৌড়ানি না দিলেই হয়
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২
পীরসাহেব বলেছেন: দৌড়ানি আার ঠ্যাঙানি কবে পিছে হঠাইছে বাঙালীরে?
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬
ইমন পাল বলেছেন: স্যালুট ভাই
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
+++++++++++++