![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিরোধীদলের কাজ কি জনমানুষের বিরোধীতা করা?
আওয়ামীনেতাদের কি ট্রিটমেন্ট দেওয়া হিতাছে তা দেইখাও যদি বিএনপি জনগনকে সমর্থন দেবার বদলে ফালতু গাল ফুলাইয়া বইসা থাকে তইলে একটাই কথা মনে হয়, বিরোধীদল হিসাবে তারা আসলে জনমানুষেরই বিরোধীতা করতাছে। আমরা তো চাইতেছি সর্বদলের রাজাকারের বিচার, নির্দলীয় জমায়েতে।
আগামি ইলেকশনে আমি না ভোট চাই, নাইলে বিএনপির এই আকাজে পাবলিকে "না ভোট" না পাইয়া লীগের ঘরে ছিল দিয়া বইতে পারে। সেক্ষেত্রে বিএনপি নিজের ভুলের মাশুল নিজেই দেবে।
এখনো সময় আছে বেগম জিয়া, দল আর ইগো ভুইল্যা ঘোষনা দেন, আপনে রাজাকার পুষবেন না, জনগনের ট্যাক্সের পয়সায় রাজাকার পোষা চলবে না।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: ঐক্যমত
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
গ্যাম্বলার বলেছেন: সম্ভব নয়.......ভ্রাত
কারন, খালেদা মাথায় কোন কালেই পলিটিকাল ঘিলু ছিল না। কিন্তু আগে তার পাশে কিছু পজিটিভ ঘিলুওয়ালা ছিল।
এই মুহুর্তে খালেদা পাশে যারা আছে তারা সব রাজাকার পন্থী।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
স্পাইসিস্পাই001 বলেছেন: +++
রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......
ছাগু মুক্ত ব্লগ চাই
সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি
জয় বাংলা!!!!
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪০
নিউজ২৪ বলেছেন: এখনো সময় আছে বেগম জিয়া, দল আর ইগো ভুইল্যা ঘোষনা দেন, আপনে রাজাকার পুষবেন না, জনগনের ট্যাক্সের পয়সায় রাজাকার পোষা চলবে না
স হ ম ত
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: একমত +