নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

যেই ইমাম থাবা বাবার জানাজা পড়াবে সেই ইমাম কেও হত্যা করা হবে - ফারাবি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

ফেসবুকে ফারাবির এই বক্তব্য "ইমামকেও" - এর মানে কি ফারাবি জানে রাজীবের খুনি কারা?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ও মাই গড।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

পীরসাহেব বলেছেন: প্লিজ দাবি তুলুন, ফারাবীকে ধরে আমাদের হাতে ছেড়ে দিতে - ভাইয়ের রক্তের পাওনা উশুল করবো। ইসলামে রক্তের বদলা রক্ত - আমি তাই চাই।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

িবদ্রহী বলেছেন: ব্লগার থাবা বাবাকে (আহমেদ রাজীব হায়দার) নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে । এখন জানাজা নিয়ে প্রষহ্ন উঠেছে।

যদিও ব্লগার থাবা বাবা ইসলামিক কোনো কিছু তার জিবদ্বশায় অনুসরন করেননি তার পরও যদি তার পরিবার জানাজার ব্যপারে রাজি হন তাহলে আমার অনুরোধ .।দেশের সবচেয়ে বড় ইদ জামায়াতের ইমাম বা খতীব "মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ" সাহেব কে দি্যে যেনো তার জানাজা পড়ানো হয়।

কারন উনি এইপ্রজন্মের অহংকার , শাহবাগের সাথে একাত্ততা ঘোষনা করেছেন

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

লিঙ্কনহুসাইন বলেছেন: ুম এই লোক নিশ্চই জড়িত আছে এই খুনের সাথে

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাংলাদেশ সময় সন্ধ্যা বেলা সে "ফ্রাবী" নিক থেকে লিখেছে সাইদী, কাদেরের ফাঁশি দিলে আল্লাহর গজব পড়বে পৃথিবীতে। আমি রিপোর্ট করার পর পোষ্ট সরিয়ে ফেলা হয়েছে।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

ঘুমাইলে চোখে দেখি না! বলেছেন: ফারাবী মানসিকভাবে বিকলাঙ্গ একজন লোক। সে আগে নিজের মা সৎ মা, শৈশবে তার উপর অস্হির নির্যাতন চালানো হতো বলে মানুষের কাছে করুনা ভিক্ষা নিতো। এর কিছু দিন পর মানুষদের নিজের ফোন নাম্বার দিয়ে ১০০-২০০ টাকা ফ্লেক্সি নিতো। তার প্রথম টার্গেট থাকতো মেয়েরা। এর মধ্যে ধরা খায় মাঝখানে তার সৎ মা আপন মা বলায়। তখন তার কাহিনীতে পরিবর্তন আসে। বাবা কম বয়সে মারা যায় কাউকে বলে সে চলে যায়। মাদ্রাসায় খেয়ে না খেয়ে দিন কাটায়।

এরকম প্রচুর মিথ্যা কথা বলে মানুষের সাথে ফাইনান্সিয়াল ফ্রড এবং স্ক্যামও করেছে। বাইরে থেকে সে দেখায় ইসলামে তার প্রচুর জ্ঞান। কিন্তু ব্লগে যখন পোস্ট দেয় সেখানে সূক্ষ্মভাবে করা ভুল গুলোতে মানুষ আঙ্গুল তোলে তখন আর কোনো জবাব দিতে পারে না। প্রথমে সে নিজেকে হিজবুতীয়া বলে পরিচয় দিতো। কিন্তু এখন সরাসরি জামাত শিবিরের পক্ষে কথা বলে। এর আসল উদ্দেশ্য ধর্মকে ব্যাব হার করে তলে তলে কু কর্ম করা।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

চেয়ারম্যান০০৭ বলেছেন: এর কানের নিচে থাব্রা দিয়া কথা বাইর করা দরকার।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

নবদূত বলেছেন: ভাই মাইরেননা দুইটা দিয়ে বুজান (যদি ভুল করে থাকে)

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

জ্বীন কফিল বলেছেন: ফারাবি বাঞ্চোতটার কোমরে দড়ি পরানোর সময় হইছে। ওরে রিমান্ডে নিলে অনেক কিছু জানা যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.