![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিবিরের এসএমএস আমাদের কাছে আসে না, আসে আমাদের মা, বাবা আর ছোটো ভাইবোনদের কাছে, ভারত যেতে বলে, ধমকি দেয় - আরো কত কি!
কেউ সোজা দেয়, কেউ ঘুরিয়ে পেঁচিয়ে।
আমরা রুখে আছি, থাকবো। শিবিরের স্কাউট টিম স্পট করি মাঝে মাঝেই। হিটলিস্টের ভয় আমরা পাই না। ভয় পেলে রাস্তায় নামতাম না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৬
পীরসাহেব বলেছেন: হ্যাঁ স্বর্না, আমরা বিকেল ৫টা থেকে ৬টা নগরী স্থবির করে দেবো - অচল হবে খুলনা, অফিস-রাস্তা সবই।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
যেড ফ্রম এ বলেছেন: সালাম পীরসাব।
জয় চেতনা
জয় বাংলা
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৮
পীরসাহেব বলেছেন: এতদিন একটা মাত্র জিনিষ বুঝতাম, রাজাকারের ফাঁসি, গতরাত থেকে সাথে আরেকটা যোগ হয়েছে - শিবিরের রক্ত দেখার পিপাসা।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ব্লগার রাজীবের মৃত্যুর বিচার চেয়ে?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০০
পীরসাহেব বলেছেন: আমাদের সব দাবী মিলিয়ে স্বর্না। রাজীবের মৃত্যুতে আমার ব্যাক্তিগত দাবী হলো রক্তের বদলা রক্ত।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৭
মশামামা বলেছেন:
সময়ের শ্লোগান:
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
ফিরে এসো বাছাধন - সুস্থ জীবনে
বাঙালী হয়ে প্রজন্ম চত্বরে এসে জড়ো হও -
রাজীব হত্যার ক্ষমা চেয়ে পবিত্র করো কণ্ঠ তোমার,
মুখে তোলো একটাই স্লোগান -
'জয় বাংলাদেশ; রাজাকারমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদ নিপাত হোক।'
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
সবার সামনে এসে প্রকাশ্যে বলো -
আমি দ্বিধাহীন, বিবেকবোধে সমুজ্বল তোমাদের মতই,
আমি বাংলায় জন্মেছি, বাংলায় একাত্ম, বাংলায় গান গাই
আমি তোমাদেরই সন্তান ও ভাই।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
উচ্চস্বরে বলো - আমি লজ্জিত, আমি ভারাক্রান্ত,
আমি মুসলমান; তবে উন্মাদনা নয়, ত্যাগ ও শান্তিই আমার ধর্ম,
আমি জানি - শিবির মানেই উন্নাসিক, মানসিক রোগীদের আস্তানা
করজোড়ে প্রার্থণা করো - প্রজন্মের কাছে প্রজন্ম চত্বরে এসে -
'আমার ভুল হয়ে গেছে; আমায় ক্ষমা করো ।
ওহে শিবির, ওহে ফ্রান্কেনস্টাইন্ড!
আজ জাগ্রত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো -
'জয় বাংলাদেশ; যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ,
আমি বাঙালি, বাঙালির জয় হোক,
পাকিস্তানী হানাদারবাদের মৃত্যু হোক।
জামাতীবাদ নিপাত যাক, সন্ত্রাসবাদ নিপাত যাক,
মানবতাবাদের জয় হোক, বাংলাদেশের জয় হোক।'
ওহে জনতা, জেগে ওঠো -
আর একটিবার মুক্তির স্লোগানে মাতো আর বলো -
সারাদেশ জাগ্রত হোক, গোটাজাতি এক হোক
এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওকে, কি কারণে ১ ঘন্টা অচল থাকবে বলেন, আমার পোষ্টে দিব।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭
পীরসাহেব বলেছেন: আমাদের দাবী গুলা ক্যাম্নে আপনারে দেই? আপলোড কৈরা লিংক দিমু?
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৫
যেড ফ্রম এ বলেছেন: শিবির নিজের কবর খুইরা ফেলছে। সোমবারের হরতালটা ক্রুশিয়াল। এদিন জনগন জা-শি প্রতিরোধে পথে না নামলে বুঝতে হবে দেশপ্রেমের ঈমানে দূর্বলতা আছে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
পীরসাহেব বলেছেন: আমরা তৈয়ার
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যা, দেন। তাহলে ভাল হবে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯
পীরসাহেব বলেছেন: আপু, এইটা প্রথম দিনে তৈরী । গতকাল শহীদ রাজীব আর তার আগে শহীদ মুহাম্মদ জাফর মুন্সিকে নিয়েও দাবী থাকছে সাথে
আর আমরা চাইছি শহরের সব থেকে গুরুত্বপূর্ন সড়কটার নাম আগে ছিলো "যশোর রোড" - হ্যাঁ সেই বিখ্যাত গানের যশোর রোড - সেটার সাম এখন খান এ সবুর রোড - কুখ্যাত রাজাকার খান এ সবুর খান এর নামে, আমরা সেইটা বদলে আবার যশোর রোড নামটা ফেরত চাইছি।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৯
নিষ্কর্মা বলেছেন: স্বর্ণা আর পীরসাহেব -- সামুর কি উচিৎ নয় ব্লগারদের জন্য কোন না কোন ভাবে সরাসরি চ্যাট করার সুযোগ করে দেওয়া?
খুলনার হরতালের বিষয়ে অনেকগুলা পোস্টই তো চোখে পড়ল। একটু পুরোনো পোস্ট দেখলেই জানা যাবে কেন তারা হরতাল দিচ্ছে। যতদূর মনে পড়ে সবদাবীই এক সাথে করে এই হরতাল।
তবে স্বর্ণা, আপনি দয়া করে জামাতের হরতাল প্রতিহত করার জন্য কাজ শুরু করুন। খুলনার হরতালে সমর্থন দেয়ার চেয়ে সারা দেশে জামাতের হরতাল প্রতিরোধ করাটা কি বেশি গুরুত্বপূর্ণ কাজ না?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০
পীরসাহেব বলেছেন: সেরক প্রয়োজন হলে আমরা নিজেরা ম্যাসেঞ্জারে বা ফোনে কথা বলে নেবো নিষ্কর্মা ভাই, ব্লগে চ্যাট অপশন দিলে ক্যাঁচাল বেশী হবে।
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: নিষকর্মা, এই মাত্রই যেড ফ্রমে এ এর ব্লগে এই কথাটা হল। আগামীকাল আমার পোষ্টের একদম উপরেই দিব সারা দেশে জামাতের হরতাল প্রতিরোধের বিষয়টা।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২
চৌধুরী সাজু বলেছেন: আর কোন দাবি নাই
রাজাকারের ফাঁসি চাই।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: খুলনায় নাকি আগামীকাল ১ ঘন্টার কি যেন করা হবে। জানলে, জানান।