![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুরুত্বপূর্ণ খবরঃ গুরুত্বপূর্ণ খবরঃ জামায়াত-শিবির নিজেদের নাম পরিবর্তন করে তৌহিদী জনতা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নাম দিয়ে আজ সকাল দশটা থেকে চট্টগ্রামের হাটাজারি মাদ্রাসার সামনে অবস্থান নিয়েছে। সকাল দশটা থেকে উগ্রপন্থীর আদলে শাহবাগ বিরোধী প্রচারণায় মুখর ছিল হাটাজারি। বিকাল তিনটায় হাটাজারি মাদ্রাসার সামনে সমাবেশ ডাকা হয়েছে, যে কারণে এখন থেকে মানুষ জমায়েত হচ্ছে। সকাল থেকেই অমি রহমান পিয়াল ভাই, আরিফ জেতবিক ভাই এবং সবাক পাখি ভাইয়ের নাম উল্লেখ করে নাস্তিক ট্যাগ দিয়ে ছবি সহ লিফলেট বিতরণ করা হচ্ছে। মাহকিং করে প্রচার করা হচ্ছে শাহবাগের আন্দোলন ইসলামের ধ্বংসে জন্য। ব্যানার টাঙ্গানো হয়েছে, যাতে উল্লেখ আছে, ইসলামের নবীকে অপমান করার জন্য শাহবাগে সমাবেশ হচ্ছে। হাটাজারির মৌলবাদীরা শ্লোগান তুলেছে কমিনিস্ট রাজনীতি নিষিদ্ধ এবং শাহবাগ আন্দোলনে জড়িত ব্লগারদের ফাঁসি দাবীতে।
খবরটি ছড়িয়ে দিন।। সকাল দশটা থেকে উগ্রপন্থীর আদলে শাহবাগ বিরোধী প্রচারণায় মুখর ছিল হাটাজারি। বিকাল তিনটায় হাটাজারি মাদ্রাসার সামনে সমাবেশ ডাকা হয়েছে, যে কারণে এখন থেকে মানুষ জমায়েত হচ্ছে। সকাল থেকেই অমি রহমান পিয়াল ভাই, আরিফ জেতবিক ভাই এবং সবাক পাখি ভাইয়ের নাম উল্লেখ করে নাস্তিক ট্যাগ দিয়ে ছবি সহ লিফলেট বিতরণ করা হচ্ছে। মাহকিং করে প্রচার করা হচ্ছে শাহবাগের আন্দোলন ইসলামের ধ্বংসে জন্য। ব্যানার টাঙ্গানো হয়েছে, যাতে উল্লেখ আছে, ইসলামের নবীকে অপমান করার জন্য শাহবাগে সমাবেশ হচ্ছে। হাটাজারির মৌলবাদীরা শ্লোগান তুলেছে কমিনিস্ট রাজনীতি নিষিদ্ধ এবং শাহবাগ আন্দোলনে জড়িত ব্লগারদের ফাঁসি দাবীতে।
খবরটি ছড়িয়ে দিন।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
নিষ্কর্মা বলেছেন:
মিথ্যার বেসাতি করে জয়ী হওয়া যায় না। সত্যকে মিথ্যা দিয়ে ঢাকতে কুরানেই নিষেধ করা হয়েছে।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৯
নায়করাজ বলেছেন: সাধু সাবধান : জামায়াত অন্য নামে তাদের কার্যকলাপ চালাতে পারে। তাতে করে অন্য ইসলামী দলগুলো বিপদে পড়বে।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: জামাত শিবির নিষিদ্ধের দাবি যুক্তিক কারন তাদের অধিকাংশ নেতা
রাজাকার বা যুদ্ধাপরাধি কিন্তু ইসলামী সব সংঘটন কে নিষিদ্ধ করার
মুলে কি /
ইসলাম কারও বাপ দাদার সৃষ্টি নয় বা কোন রাজনৈতিক দল নয়
যে তাকে নিয়ে যা খুশি তাই করা যাবে এই সব অপতৎপরতা বন্ধ
হোক ।
ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম , যা বিশ্ব বুকে কিয়ামত
পর্যন্ত জারি থাকবে ।
এক দেশে অনেক ধর্ম থাকতে পারে
আমাদের দেশে শতকরা ৮৭ ভাগ মানুষ মুসলমান রাস্টিয় ধর্ম তাই
অন্যান্য ধর্ম সমান মর্যাদা ।
ভারত শতকরা ৭০ জন হিন্দু তাদের রাসটিয় ধর্ম হিন্দু এবং পাশাপাশি
মুসলমান গন সমান মর্যাদা পাবে এটাই স্বাভাবিক ।
যার ধর্ম তার
সমাজ একতার ।