নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

নির্দলীয় গণমঞ্চ খুলনা ২০-০২-২০১৩ (ছবি)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

সকাল থেকে বিকেল চলেছে আবারো দৌড়োদৌড়ি, ২১শে ফেব্রুয়ারীর কর্মসুচী, ২২শে ফেব্রুয়ারীর গণ জমায়েত, অনুষ্ঠান পরিকল্পনা, লিফলেট ছাপা-বিতরন আর দাবীদাওয়ার পোষ্টার সাঁটা। এখানকার প্রেস মালিকদের কয়েকজনকে আবারো আন্তরিক ধন্যবাদ - প্রাণের টানে তার আমাদের অত্যাচার সহ্য করে অসম্ভব দ্রুততার সাথে ছেপে দেন সব।



আরো সময় গেছে ছাগু শিবিরের প্রোপাগন্ডা লিফলেট বিতরন টিমকে সনাক্ত করা আর নজরে রাখাতে।



বিকেলের ঠিক আগে লালসবুজ পোশাকে একাত্মতা জানালেন যোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের শিক্ষিকাবৃন্দ, একটু পরেই এলেন জাতীয় মহিলা পরিষদ খুলনার সদস্যরা।



বিকেলে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সব বীরেরা শহীদ হয়েছেন তাঁদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো শিববাড়ি নির্দলীয় গণমঞ্চ প্রাঙ্গনে। (একটু খোঁচা মারি, ৩০ লাখ শহীদের জন্যে হাত ওঠাবার সময় আমরা কেউই হিসেব করি না তাদের কয়জন মুসলিম আর কয়জন হিন্দু অথবা অন্য ধর্মালম্বী)



২১শে ফেব্রুয়ারী সকাল ৮ টায় নির্দলীয় গণমঞ্চ থেকে ৫২র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী প্রদানের জন্য পদযাত্রা করে খুলনার শহীদ হাদিস পার্ক শহীদ মিনারে যাব আমরা।



যোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের শিক্ষিকাবৃন্দ





জাতীয় মহিলা পরিষদ খুলনা





আজকের শিল্পীরা





গণস্বাক্ষর





বাদামের খোসা শিল্প





দর্শকেরা

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৫

সাজিদ এহসান বলেছেন: ভাল লাগল , চালিয়ে যান , ২৫ তারিখ শিব বাড়ী যেতে পারি আপনাদের খুলনার জাগরন দেখতে।

২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭

বিশ্বজিত চক্রবত্তী বলেছেন: সাজিদ ভাই, খুলনার জাগরণ দেখতে নাকি জাগরণে সামিল হতে? যাই হোক স্বাগত জানাই।

@রাতমজুর দা, সব মিলিয়ে খুলনার আন্দোলনে আপনার অবস্থান অনেক বেশি। ধন্যবাদ ছবিসহ আপডেটের জন্য।

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

উপমা সৈয়দ বলেছেন: এগুলো দেখলে কষ্ট লাগে!!
এতো কাছে থেকেও যেতে পারি না। :(
মাত্র ১ দিন গেছিলাম (৭ তারিখ), এরপর র কেউ নিয়ে যায়নাই।
ছোট হওয়ায় কেউ দাম দেয়না!! :((

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

পীরসাহেব বলেছেন: আসতে না পারলে অনলাইনে ওদের গুজব কাউন্টার করুন, প্রোপাগন্ডা প্রতিহত করুন :) পিচ্চি হলেতো আরো সুবিধে, রক্ত তাজা, লড়াইয়ে ব্রেইন শার্প :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.