নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

জাতীয় সংগীত দিয়ে খুলনা নির্দলীয় গণমঞ্চের সান্ধ্যকালীন অধিবেশন শুরু, আমরা সতর্ক জামাত-শিবিরের নবম থেকে শুরু করে বাকি হামলাগুলো ঠেকাতে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

জাতীয় সংগীত দিয়ে খুলনা নির্দলীয় গণমঞ্চের সান্ধ্যকালীন অধিবেশন শুরু, আমরা সতর্ক জামাত-শিবিরের নবম থেকে শুরু করে বাকি হামলাগুলো ঠেকাতে। আগের আট হামলা ঠেকিয়েছি, এখন রাতের আঁধারে এলেও ঠেকাবো।



উপস্থিত জনতা একাত্ম কন্ঠে ঘোষনা দিয়েছে, মরতে হলে মরবো তবে প্রত্যেকে কমপক্ষে একটা শুয়োরকে লাশ করে তারপর।



আমরা থাকছি, থাকবো এখানেই, আমরা বাঙালী, এই দেশটা আমার, আমাদের - পাকিস্তানি দল রাজাকার জামাত আর খুনি শিবিরের না।





জামাত-শিবিরের আগের আটটি হামলা ও পরিস্থিতি - "নির্দলীয় গণমঞ্চ খুলনা শিববাড়ী চত্তর বাঙালীদের দখলেই আছে "

মন্তব্য ৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

বিশ্বজিত চক্রবত্তী বলেছেন: আমরা জেগে আছি রাজাকার মুক্ত দেশ গড়ার জন্য।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আর তাহাহুড়ো করবেন না। সময় লাগবে। জেগে থাকুন।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

দূর্যোধন বলেছেন: ৮ টা হামলা !!!!! কি ভয়ংকর অবস্থা !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৭

পীরসাহেব বলেছেন: আরেকটা আমাদের পর্যন্ত পৌঁছাতে দেয়নি জনগন, নিজেরাই খেদিয়েছে। ১০ মিনিটে দিনের সারমর্ম দিচ্ছি পোষ্ট করে, চোখ রাখুন।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

সেয়ানা বলেছেন: সময় এখনও ফুরিয়ে যায় নি!আমাদেরকে এখনি সতর্ক হতে হবে।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

শয়ন কুমার বলেছেন: নিম্নের লিংকের পোষ্টটারে শাহবাগের নেতৃবৃন্দের এখনই কাজের পোষ্টে রুপান্তরিত করা উচিৎ । Click This Link

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

হাঁড় = ঘাঁড় বলেছেন: গেছে জামাত, সাথে করে মাওলানা ব্যারিস্টার আহমদ মৌদুদী আর মাহমুদুর রহমানের পাকিস্তানের দেশকেও নিয়ে গেছে।

বিএনপির ভাইরা, এই পশুগুলারে রিজেক্ট করেন। আপনাদের শেষ করে ফেলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.