নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

ফাঁসি বিষয়ক সংক্ষিপ্ত বেড়াছেড়া নোট

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

তখনো কেবল রায়ের প্রথম অংশ পড়া চলতেছে, চায়ের দোকানে বাঁশের গায়ে ঠ্যাকনা দিয়া খাড়াইয়া চায়ের কাপে চুমুক দিতে দিতে আশেপাশে লোকগুলার কথা বার্তা শুনতাছি।



বিএনপির এক নেতা দেখলা টোটাল কনফিউজড - বিশদে জানলাম, উনি মাত্র গতকল্য(!!!) আমাগো দাবী-দাওয়ার লিষ্টি পড়ছেন, এতদিন জানতেন "উহা আম্বালীগের নাটক" - এখন উনি কনফিউজড - ঘটনা কতটা নাটক আর কতটা আসল সেইটা নিয়া। এখন উনার ধারনা, আওয়ামিলীগ চাইছিলো পাবলিক গ্যাদার হৌক, তয় গ্যাদারিং এখন আওয়ামিলীগের লাইগ্যাই বুমেরাং হওনের চান্স আছে, আমাগো দাবী-দাওয়ার লিষ্টি পইড়া উনি এই বুঝছেন।



এক হুজুর টাইপ পোলা আউগাইয়া আইসা জিগাইলো, "ও ভাই, খবর কি হবে মনে হইতাছে?"

আমি "কৈতারিনা" টাইপ জবাব দিয়া পাশ কাটাইলাম, চিনিনা তাই আর কি।



ওমা! হুজুরে কয় আমারে নাকি মঞ্চে দেখছে, নিজেও নাকি সন্ধাবেলায় যায় সময় পাইলে। এরপর শরীয়া দিয়া বুঝাইলো কি কারনে দেলুর ফাঁসি হওন দরকার!

আরো কৈল এইটা নাকি জিহাদ!

আমি কৈ, ক্যাম্নে কি?



হুজুরে কয়, বেডারা কয় সাইদীরে ঝুলাইলে নাকি ইসলাম উইঠা যাইবো! কত বড় আস্পর্ধা! মহানবী সাঃ পর্যন্ত উপরওলার ডাকে চইলা গেছেন - তাতেও ইসলামের কিছু হয় নাই, হবেও না, আর শিবিরে কয় সাইদীর ফাঁসি হইলে ইসলাম চৈলা যাইবে - এর মানে কি? তারা কি দাবী করে সাইদী মহানবী সাঃ এর চাইতেও বড় কিছু? জিহাদ ছাড়া গতি নাই।



আমি কোনো কমেন্ট ছাড়াই শুইন্যা কাপ রাইখা কাটলাম দোকান থিক্যা।



এর পরে ডেস্কে বসা, এসএমএস আইলো "দে ঝুলিয়ে"। বুঝি নাই তখনো, কল ব্যাক করুম এর মাঝেই এক কলিগ আইসা কৈল চলেন ফুর্তি করি, মিছিল কখন?। আমি জিগাই, হইছে কি? কলিগে এক পাক নইচ্যা কৈল - আরে ঝুলাইয়া দিবে রে, রায় হইছে।



আপডেট এই তামাইত, অক্ষন যাইগা - পেটে কিছু দিয়া মিছিলে যাই।



জয় বাংলা।

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

রুমি আজাদ বলেছেন: darun !

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

যেড ফ্রম এ বলেছেন: জয় বাংলা।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
জয় বাংলা !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

মৃন্ময় বলেছেন: জয় বাংলা.....।ামি পেটে দিয়ে আসলাম অনেকদিন পর তৃপ্তি করে মিসটি খাইলাম........ B-) B-) B-)

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

শহুরে কাউয়া বলেছেন: জয় বাংলা

আমি তো বাইতারতিসি না
শাহবাগে গিয়া নাচতে মুঞ্চায়

কিতা করতাম

ওরে আমারে ছাইড়া দেএ এ এ এ এ

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

বর্ণালী পাল বলেছেন: জয় বাংলা । এখন হবে মিষ্টি মুখ । !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

শাহরিয়ার নীল বলেছেন: তাক ধিনা ধিন

৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

জয় বাংলা

!:#P !:#P !:#P !:#P !:#P !:#P

৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

htusar বলেছেন: বাহ বাহ বাহ ।

১০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০

মহামহোপাধ্যায় বলেছেন: একাত্তরের ঋণ স্বীকার করলাম মাত্র, শোধ দিতে অনেক বাকি !!

ফাঁসি !! ফাঁসি !! ফাঁসি !!

জয় বাংলা !!!!!!!!!

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

মঞ্জুর অনিক বলেছেন: এই দিনের অপেক্ষায় অনেক দিন ছিলাম । আজকে পেটে শুধু কিছু দেয়া না, আজ ভুরিভোজ হবে =p~ =p~ =p~

১২| ০১ লা মার্চ, ২০১৩ ভোর ৪:০২

আহসান হাবিব হীমূ বলেছেন: জয় বাংলা।

১৩| ০১ লা মার্চ, ২০১৩ সকাল ৮:০১

কুষ্টিয়ারশুভ বলেছেন: আপনি কোন দলের পক্ষে?
Click This Link

০১ লা মার্চ, ২০১৩ সকাল ১১:৫২

পীরসাহেব বলেছেন: কোন্দলের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.