![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইদীর কেবল ফাঁসির রায় হয়েছে - ফাঁসি হয় নি, আর পালের গোদা গুলি এখোনো বাকি।
সব থেকে বড় কথা, সরকারকে চাপে রেখে জামাত-শিবির নিষিদ্ধ করতেই হবে, নইলে হাইড্রার মতন আবারো ঝাড়ে-বংশে বাড়বে ওরা।
শাহবাগ আর দেশের বাকি চত্তরগুলি হয়ে উঠুক একেকটা বধ্যভুমি - যেখানে আমাদের সংস্কৃতির উন্মেষে বধ হোক রাজাকার জামাত আর খুনি শিবির - সাথে বধ হোক ওদের পালনকর্তারা।
চেয়ে দেখো শহীদ জননী,
রাজপথে লক্ষ রুমী।
রাষ্ট্রদ্রোহ করবো তবু,
ফাঁসির দাবী ছাড়বো না।
রাজাকারের তালিকাটা ঘোষনা করা হোক গোপনে না রেখে।
জয় বাংলা।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
পীরসাহেব বলেছেন: ফাঁসির রায় হইছে - ফাঁসি হয় নাই, আর একটারে ঝুলাইতে আমরা রাস্তায় নামি নাই।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪
নাজনীন খলিল বলেছেন: চেয়ে দেখো শহীদ জননী,
রাজপথে লক্ষ রুমী।
রাষ্ট্রদ্রোহ করবো তবু,
ফাঁসির দাবী ছাড়বো না।
রাজাকারের তালিকাটা ঘোষনা করা হোক গোপনে না রেখে।
জয় বাংলা।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
হাঁড় = ঘাঁড় বলেছেন: বিজয় সহজ হলে তা কি আর বিজয় হয়
পীরসাহেব ধইন্যা
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
েজরী মামুন বলেছেন: "বিজ র এখনো আসেনি"
সংশোধন করেন।
কি বোজাতে চাইছেন..???!!!! অতিশয় অস্লিল ..