নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

মিরপুরের পল্লবীতে তরুণকে কুপিয়েছে সন্ত্রাসীরা - স্ট্যাটাস আপডেটঃ নির্ঝর মজুমদার

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৯

গতকাইল দুপুরে আমার বাসার দারওয়ানরে একজন আইসা গালিগালাজ করল। সে আমারে নালিশ দিল, সে ফেসবুক চালায়, তাই নাকি তারে গালিগালাজ করছে। তার "লাইনে এক্টিভিটি" নাকি অনেকেই ভালো চোখে নিতেছে না।



বহু আগে এক বন্ধু ছিল, মাল্টিমিডিয়া মোবাইল কিনতে চাইত না, কারন অপারেট করতে না পারার ভয়। সে ইদানিং পরিচয় দিয়া বেড়াইতেছে, সে ব্লগার।



সেই ধারাবাহিকতায় আজকে এমন একজন """ব্লগার""" রে কুপানি হইল, জার নাম এবং কাম ইতিপূর্বে দেখিতে শুনিতে অনেকেই ব্যর্থ হইয়াছেন। এই অধমও তাঁদের মধ্যেই একজন। কেউ জানিয়া থাকিলে দয়া করিয়া বিস্তারিত জানাইয়া বাধিত করিবেন।



তো যাই হউক, ইন্টূইশন নামক বস্তুটি বলিতেছে, ইতিপূর্বে ব্লগার রাজিব এর নামে যা চালানি হইয়াছিল, অর্থাৎ আমার তলদেশের বদ খুশবো, সেই একই কাহিনি পুনরায় চলাইবার চেষ্টা করতে পারেন মহাত্মা ছাগু গং।



ভাবতেই অসহ্য লাগতেছে, উফফ আবার সেই একই নাস্তিক-নাস্তিক ট্যাগ, আবার সেই একই খেলা।



কামান ছাগু ভাইয়েরা, নয়া ট্রিক্স খেলেন। পুরান গেইম খেলতে ভালা লাগেনা।



(অটঃ একই নাস্তিক-নাস্তিক খেলার পূর্ব প্রস্তুতি যে নেওয়া হইতেছে, সেই ব্যপারে শতভাগ সিউর হইয়া এই স্ট্যাটাস দিলাম, তবে বিশ্বাস করা না করা একান্তই আপনার সম্পত্তি।)



নির্ঝর মজুমদার

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সে ব্লগার নয়, ছাগু চেষ্টা তারে ব্লগার বানানোর।

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

পীরসাহেব বলেছেন: প্রতিহত করা হবে, সবাই তৈয়ার থাকেন, ছাগু আর ছাগবান্ধব দেখলেই হামলা দেবেন অনলাইনে আর রাজপথে।

২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪

রিফাত হোসেন বলেছেন: সে সুস্থ হোক

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৭

পীরসাহেব বলেছেন: সেইটাই কামনারে ভাই।

৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১১

তাওহীদ বলেছেন: আস্তক বা নাস্তিক, ব্লগার বা নন- ব্লগার যেই হোক।। সে একজন মানুষ।
তার সুস্থতা কামনা করি, এবং দুর্বৃত্ত যেই হোক শাস্তি দাবী করি।

৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

ব্লগার রানা বলেছেন: এই লাইন টা ঠিকনা। এই আমিও আগে ভাবতাম নোকিয়া ১১০০ চালাতে পারবোনা !!!১১০০!!!!! ------
মাল্টিমিডিয়া মোবাইল কিনতে চাইত না, কারন অপারেট করতে না পারার ভয়।

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
ছেলে নাকি বিরাট হিটখোর !

৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

মাঞ্জু বলেছেন:

৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৩

বাংলার হাসান বলেছেন: আজকে এমন একজন """ব্লগার""" রে কুপানি হইল, জার নাম এবং কাম ইতিপূর্বে দেখিতে শুনিতে অনেকেই ব্যর্থ হইয়াছেন। এই অধমও তাঁদের মধ্যেই একজন। কেউ জানিয়া থাকিলে দয়া করিয়া বিস্তারিত জানাইয়া বাধিত করিবেন।


সেই জানিবার ইচ্ছায় মোবাইলের ৪৭টাকা ৯৫পয়সা ব্যয় করিলাম। মনে হয় টাকাটা জলে গেছে,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.