![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(এই ছবিতে সোফায় মুখে হাত দিয়ে বসে থাকা ব্যক্তিটিই লো রেটেড অভিনেতা মেজবাহ)
খুলে গেলো জামাত শিবিরের আরো একটি মুখোশ: আপনাদের কি মনে আছে প্রজন্ম চত্বরকে নিয়ে তৈরি বিতর্কিত সেই ভিডিওটির কথা। জামাতি প্রপাগান্ডা পেইজ থেকে বলা হয়েছিলো শাহবাগে যারা আসে তারা সব গাঞ্জাখোরের দল। এরপরই কয়েকদিনের মধ্যে আচমকা দেখা গেলো '"গান্জা খাইয়া একেকজন গর্বে গর্ভবতি-- এর নাম কি আন্দোলন ??? এই নামে ভিডিও ফেইসবুকে ছাড়া হয়েছে, যেখানে মেজবাহ নামে একজন এবং আরো কয়েকজন মিলে মাতালের অভিনয় করার চেষ্টা করেছিলো। এবং দুলে দুলে বলছিলো "আমরা ফাঁসি চাই। আমরা ট্যাক্স দেই, ইত্যাদি ইত্যাদি" শুরুর দিকে তাদের এই ভিডিও দেখে বেশ কিছু মানুষ ধাক্কা খেয়েছিলেন। আমাদের কাছে জানিয়েছিলেন তাদের উদ্বেগের কথা। অনেকেই বলেছিলেন এদের মধ্যে মেজবাহকে তারা চিনেন পেশাদার লো রেটেড অভিনেতা ও শিল্পী! হিসেবে। নিচের তিনটি ছবি দেখলেই বুঝত পারবেন এই তথাকথিত গাঞ্জাখোর ও পেশাদার! মেজবাহ জামাতি টাকা খেয়ে এরকম কুরুচিপূর্ণ ভিডিওতে অভিনয় করেছিলেন। নিজে এসব চক্রান্ত থেকে সতর্ক থাকুন এবং আশেপাশের কেউ যাতে শাহবাগকে বিতর্কিত করতে না পারে সে ব্যাপারে সতর্ক নজর রাখুন। জয় বাংলা।।। সৌজন্যে / কৃতজ্ঞতাঃ রাসেল রহমান।
এই ছবিতে লো রেটেড অভিনেতা মেজবাহকে (সাদা শার্ট পরিহিত) মাইক্রোফোন লাগিয়ে দিচ্ছেন একজন প্রডাকশন বয়।
একটি নাটকের শুটিং এর ফাকে কলা-কুশলীদের মাঝে (সাদা শার্ট পরিহিত) অভিনেতা ও তথাকথিত সঙ্গীত শিল্পী মেজবাহ।
২| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
যোগী বলেছেন: ছাগুর বাচ্চার ফোন নাম্বারটা দেন। দুরে থাকি মাইরতো দিতে পারবোনা। একটু গালী দেয়।
৩| ০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
কোবা সামসু বলেছেন: পীরসাহেব কি গাজা খান ? কি সব গাজাখুরি কথা লিখছেন ওই দুইজনকে দিয়ে যে জামাত এই কাজ করিয়েছে তার প্রমান কি বা তারা কি নিজেরাই বলছে এর এই তিনটা ছবি দিয়ে আপনি কি প্রমান করতে চান?
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
কাজী মামুনহোসেন বলেছেন: @কোবা সামসু ভাই পাঁচ জন রাজাকারের নাম বলেন ত ?
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
কোবা সামসু বলেছেন: @কাজী মামুনহোসেন আপনাগো বিয়াইন এর নাম সহ নাকি তার নাম বাদে কইবাম?
৬| ০৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
কাজী মামুনহোসেন বলেছেন: @কোবা সামসু জনাব আমি আজকে আপনারে সামনে এক মহা গুরুত্বপূর্ণ, আপনার জন্য ব্যাপক প্রয়োজনীয় একটি জিনিষ উপস্থাপন করতে যাচ্ছি। হ্যা জনাব ঠিকি ধরেছেন আমি আজকে আপনার জন্য নিয়ে এসেছি কাঠালপাতা।
কাঠালপাতা কাঠালপাতা কাঠালপাতা
আমার এই কাঠাল পাতায় ........
১ নং মন্তব্য দেখুন....
৭| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
কোবা সামসু বলেছেন: @কাজী মামুনহোসেন ছাগুরা সবসময় লেদায় so লেদাইতে থাকেন best of luck
৮| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৪
কাজী মামুনহোসেন বলেছেন: আগে পাঁচ জন রাজাকারের নাম কইয়া লন, তাইলে সব পরিস্কার হয়ে যাবে...
৯| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫
কোবা সামসু বলেছেন: ১। জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম।
২। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ।
৩। জামায়াতে ইসলামীর বর্তমান আমির মতিউর রহমান নিজাম।
৪। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান।
৫। মাওলানা এ কে এম ইউস।
৬। হাসিনার বেয়াই মোশাররফ- ফরিদপুরের শান্তি কমিটির লীডার।
৭। শেখ সেলিমের বেয়াই মুসা বিন শমসের।
৮। আনোয়ার হোসেন- আওয়ামী লীগের সাংসদ।
৯। লিয়াকত আলী -হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
১০। আব্দুস সবুর মোল্লা -সাতক্ষিরার শ্যামনগর উপজেলা কৃষক লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী।
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
পীরসাহেব বলেছেন: সাইদীর নামডা দেখলাম না!
১০| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯
কোবা সামসু বলেছেন: াই পাঁচটা না দশটার নাম কইলাম এইবার খুসিত েবার লেদানি বন্ধ করেন।
১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:২২
দায়িত্ববান নাগরিক বলেছেন: ছাগুর বাচ্চার অভিনয় ভালোই পারে। মুখোশ খুলে গেছে !
অনেক ধন্যবাদ পীর সাহেব !
১২| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
ধমাধম বলেছেন: @কোবা সামসু / ঐ হাওয়ারপো যে গাঞ্জা খাওয়ার অভিনয় করছিল। সেই অভিনয় কেউ ভিডিও করছিল। সেই ভিডিও ছাগুদের পেজে দেখা গেলো। এই ঘটনাগুলা কী সত্য নাকি মিথ্যা?
১৩| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৮
কাজী মামুনহোসেন বলেছেন: @কোবা সামসু সাইদীর আর সাকার নামডা দেখলাম না!
বুঝছি আফনি মেশিন ভক্ত !!
ঐখ্যজোট বাদ দিয়া মেশিনজোটে যোগ দিছেন ?
১৪| ০৯ ই মার্চ, ২০১৩ রাত ২:১৭
েসাহাগ২৫কগগ বলেছেন: @কোবা সামসু সাইদীর আর সাকার নামডা দেখলাম না!
বুঝছি আফনি মেশিন ভক্ত !!
ঐখ্যজোট বাদ দিয়া মেশিনজোটে যোগ দিছেন ?
১৫| ০৯ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
কোবা সামসু বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৫
কাজী মামুনহোসেন বলেছেন: উনি এবং উনার করা ভিডিও নিয়ে যারা ক্যাচাল করছিল, তাদের জন্য আমার পক্ষ থেকে
