নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

না, এভাবে আন্দোলন হয় না, এভাবে রাজনীতিও হয় না

১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৩৩

না, এভাবে আন্দোলন হয় না, এভাবে রাজনীতিও হয় না



আন্দোলন মানে সরকারের ১৪৪ ধারা মেনে নিয়ে লক্ষী হয়ে ঘরে বসে থাকে? তবে আর জাহানারা ইমামকে "মা" ডাকা কেনো? ঘরে বসে মুভি দেখে আন্দোলন করলেই হয়।



রাজনীতির মানে জনগনের দাবী আর দেশ জুড়ে জামায়াত-শিবিরের নাশকতার অকালে ঝরে যাওয়া কতগুলো প্রানের বিনিময়ে বিএনপিকে সাফ করে দেওয়া? তবে আর সংসদে বসে থাকা কেনো? আপনারা ব্যার্থ এই মর্মে পদত্যাগ করলেই পারেন।



জনতার কোনো ভাবেই মাঠ ছাড়া ঠিক হবে না।

আজ জামায়াত-শিবির ফসকে গেলে লাশ পড়তে থাকবে একের পর এক, গুপ্ত হত্যা।



আগামীতে আর কোনো বাঙালী জাগরন হতে দেবে না।



মরবোতো একবারই, তাই না?

হোক না সামনের প্রজন্মের চলার পথটা একটু মসৃন আমাদের ত্যাগে?



মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: এভাবে পিছু সরে আসা ঠিক হয় নাই। দূর্বল ধরে নিলে সব জায়গাতেই এখন বাধা দেবে।

যুদ্ধের ডাক চাই। চাই মৃত্যন্জয় স্কোয়াড !

১৩ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯

পীরসাহেব বলেছেন: ট্যাগে নজর রাখুন।

২| ১৩ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৩

ধমাধম বলেছেন: চাদরকা পিছে কা হে চাদরকা পিছে (হিন্দি পারি না, তবুও গানটা মনে পড়ল।)

১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

পীরসাহেব বলেছেন: হিন্দি উর্দু দিয়া লাভ নাই, বাংলা ভাষায় ধোলাই শুরু করা দরকার।

৩| ১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১১

দূর্ভাষী বলেছেন: কোন ভাবেই এই সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।

১৩ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯

পীরসাহেব বলেছেন: চাপ দিতে হবে, সরকারের উপর পরচন্ড চাপ আনতে হবে। যার যার অবস্থানে থেকে চাপ দিতে হবে - কিন্তু কিভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.