নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

ঘন্টা দুই আগে খুলনা শিববাড়ীর নির্দলীয় গণ মঞ্চের পাশে ককটেল ছোঁড়া হয়েছে

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৯

বোমার সপ্লিন্টার





সমস্যা হলো, এভাবে মোটর সাইকেলে চড়ে এসে আচমকা ককটেল ছুঁড়ে পালিয়ে গেলে বোমাবাজদের কাপুরুষ মনে হয়। আরে ভাই, সাহস থাকে তো পুরুষমানুষের মতন সামনাসামনি লড়তে এলেই হয়।



আমরা সবাই ঠিক আছি। আর আগামী ২০শে মার্চ বুধবার সকাল ১০টায় খুলনার বয়রা বাজার মোড়ে মহাসমাবেশ ডাকা হয়েছে। বোমাতে সেই মহাসমাবেশ সফল করার জেদটাই আরো বাড়লো, আর কিছু না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গালি দিতে মন চায়।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

পীরসাহেব বলেছেন: গালি দেওয়া ছাড়া উপায় নাই আপা, সামনে তো আসে না পুরুষমানুষের মতন। কাপুরুষের মতন পলায়।

২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৯

দমকল৮৬ বলেছেন: রামুদা

কেউ আহত হইছে ?

একেবারে রুট লেভেলে মানুষের মনে এই গনজাগরন মঞ্চের প্রভাব কি ? রুট লেভেল বলতে আমি কৃষক - শ্রমিক - দিনমজুর - অশিক্ষিত অংশটাকে বোঝাচ্ছি । ............ মশিউর মামা

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

পীরসাহেব বলেছেন: আহত হয় নাই কেউ।

সমস্যা হলো এখানে শুধু ধর্ম দিয়ে দেশপ্রেমকে চাপা দেওয়াই হয় নাই, বরং বলা চলে দুইটাকে মুখোমুখি দাঁড়া করানো হয়েছে মাদ্রাসা আর সার্টিফিকেট সর্বস্ব শিক্ষার কারনে। একজন বেশ শিক্ষিত আর প্রভাবশালী লোক নিজেই বলে ফেলেছিলেন টুপি-দাঁড়ি মানেই ধর্ম।

সেখানে রুট লেভেলের অবস্থা বুইঝা নিয়েন। তবে ওরা (কৃষক-শ্রমিক-মজুর)একদিক থেকে বেশ চৌকশ দেখলাম, বোঝালে বোঝে - না বুঝলে প্রশ্ন করে সরাসরি। আমি আশাবাদী - শুধু সময়লাগবে একটু।

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৩

মামুন হতভাগা বলেছেন: চালায় যান।
জয় বাংলা

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

পীরসাহেব বলেছেন: চালায়া যান মানে? আরে মিঞা চলবেই :)

৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৫

দমকল৮৬ বলেছেন: আমারও মতামত রুট লেভেলের দিকে । কেবলমাত্র শিক্ষিত সম্প্রদায়কে দিয়ে কোন আন্দোলন হয় না । এদের কমিটমেন্ট থাকে বিভিন্ন দিকে । এই কমিটমেন্ট আবার বিভিন্ন স্বার্থ দিয়ে প্রভাবিত থাকে । রুট লেভেল হচ্ছে বারুদের মত । জায়গা মত একটু আগুন । ব্যাস ............ আর দেখতে হবে না ।

১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৯

পীরসাহেব বলেছেন: সেইটাই ইস্যু, তবে গত ৪২ বছরে লীগ আর বিম্পির নামে মানুষরে যেমন বিভক্ত করা হইছে দলীয় ভাবেই। তার ওপর অতিরিক্ত যোগ হয়েছে দারিদ্র আর ধর্ম ব্যাবসায়ীদের ধর্মের মোড়কে দলীয় প্রোপাগন্ডা হিসাবে মানুষের মস্তকে ঢুকিয়ে রাখেছে "ধর্ম এবং জাতীয়তাবোধ হলো সাংঘর্ষিক" - সাফ করতে সময় নেবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.