নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

নিজেরা আন্দোলনের বিরোধীতা করে আন্দোলনটাকে আওয়ামিলীগের হাতে তুলে দেবার সুব্যাবস্থা করে দেওয়ার জন্যে লজ্জা হওয়া উচিৎ বিএনপি নেতা-নেত্রীদের

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

দেশের মূল বড় দল দুটো - বিএনপি এবং আওয়ামিলীগ। এদের একটা যদি শাহবাগ আন্দোলন বর্জন করে এবং আরেকটা শাহবাগ আন্দোলনকে স্বাগত জানায় - তবে একটা দলের লোক বেশী দেখা যাবে এটা সাধারন বিষয়। এই আন্দোলন যদি আওয়ামিলীগের ঘরে যায় তবে সে জন্যে একমাত্র দায়ী বিএনপি - যারা চাইলে এই আন্দোলনকে স্বাগত জানিয়ে আওয়ামিলীগর বারোটা বাজাতে পারতেন খুব সহজেই। সেটা না করে নিজেরা আন্দোলনের বিরোধীতা করে আন্দোলনটাকে আওয়ামিলীগের হাতে তুলে দেবার সুব্যাবস্থা করে দিয়ে নিজেরাই "গেলো গেলো" বলে রব তুলছেন - লজ্জা হওয়া উচিৎ আপনাদের।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

বিডি আইডল বলেছেন: আপ্নে করেন হাউয়ামে লীগ...আপ্নের তো খুশী হবার কথা এতে

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

পীরসাহেব বলেছেন: আপনার দাবীর পক্ষে প্রমান দেখান বিডি, যদি আওয়ামিলীগের পক্ষে কথা বলেছি এমন প্রমান দেখাতে না পারেন নিজেই পোষ্ট করে জানায়ে দিয়েন আপনের বাপের সংখা কত।

২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: নিজেদের ব্যর্থতা ঢাকতে পরাজিতরা অনেক কিছুই করে। দুনিয়ার সবার উপরে নিজেদের ব্যর্থতার দায় চাপিয়ে দিয়ে সাময়িক টেনশন ফ্রি থাকে। কিন্তু দিন শেষে তারা আসলে নিজেদের ব্যর্থদের মিছিলেই খুজে পায়।

৩| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

নিয়েল ( হিমু ) বলেছেন: এক কান কাটা যার সে যায় আড়ালে আর যার দুইকান কাটা..............

৪| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

বিডি আইডল বলেছেন: আমার বাপের সংখ্যা আমি খাপো লীগের কারো সাথে আলোচনা করতে রাজী না....যাদের জন্মের ঠিক নাই, তাদের সাথে একটাই আচরণ হতে পারে...কিকিং দ্যা আ্যস

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

পীরসাহেব বলেছেন: কথা ঘুরাইয়েননা বিডি, আপনি দাবি করছেন আমি আওয়ামিলীগের, আমি আপনার সেই কথার প্রমান দাবি করছি - হয় প্রমান করেন আপনার দাবি ঠিক, নাইলে স্বীকার করেন আপনি একাধিক বাপের জন্ম - হিসাব সিম্পল।

৫| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২০

বিডি আইডল বলেছেন: শেষের কমেন্টটা আপ্নারে করা না..লীগের গুলারে করা

...আমার প্রথম কমেন্টটা মুছে দিতে পারেন...আপনার নিক খেয়াল করি নাই সরি..

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৮

পীরসাহেব বলেছেন: লেখক বলেছেন: নাহ, থাকবে, আপনার মতন ফাউল পাবলিকের কারনে আমরা আজকে আওয়ামিলীগের দালালগুলের ঠেকাইতে ঠেকাইতে ক্লান্ত। জামাত-শিবিরের ককটেল খাই, টারপরও লড়তে হৈতাছে আওয়ামিলীগের সাথে - কেনো?

কারনটা আপনারা এবং বিএনপি। আমার জানামতে জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন - সেইটা আপনারা আর বেগম জিয়া এইভাবে কর্মে অস্বীকার করলেন!

আমাদের অবস্থা জানেন? জানেন শত্রু কারা কারা?
১। জামাত-শিবির
২। বিএনপি
৩। আওয়ামিলীগ
৪। চৈনিক বাম দল


আমরা রাস্তার থাকি, শিবিরের ছোঁড়া ককটেল খাই - আমরা বুঝি, আপনার মতন ঠান্ডার দেশে বইসা কিবোর্ডে মতবাদ দিয়া পাবলিকের আন্দোলনরে বিতর্কিত করা আমাদের দিয়া হয় না।

৬| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২৬

নাঈম বলেছেন: ছাগু ল্যাদানি সব জায়গাতেই চলতেছে দেখি....

১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

পীরসাহেব বলেছেন: মেশিন চলে, চলবেই - খতম না হওয়া পর্যন্ত।

নানা, আপনার কষ্টের ফসল এইটারে আরেকটু দেখানো দরকার সবাইরে।

অটঃ নাপিতগিরি দেখি ভালোই করলেন পোলার মাথা কামাইয়া ;)

৭| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৭

মাগুর বলেছেন: মানুষ কতটা বেহায়া হতে পারে সেটা ছাগুদের না দেখলে বোঝা যায় না! আর সবচেয়ে মেজাজ খারাপ হয় যখন দেখ কিছু আবাল বিদেশে বসে ব্লগ আর ফেইসবুকে বড় বড় লেকচার মারে! রাজাকারদের বিচার যে আওয়ামীলিগ-বিএনপির ক্যাচাল না এটা তাদের মোটা মস্তিষ্কে প্রবেশ করানো অসম্ভব ব্যাপার! বিরোধীতার কারণে বিরোধীতা করতে যেয়ে এরা দেশটার ১২টা বাজানোর চূড়ান্ত রফাদফা করে ফেলেছে! লেখকের সাথে একমত, আমাদের অবস্থা জানেন? জানেন শত্রু কারা কারা?
১। জামাত-শিবির
২। বিএনপি
৩। আওয়ামিলীগ
৪। চৈনিক বাম দল


আমাদের অপরাধ কি? মাতৃভূমির শত্রুর বিচার চাওয়া? আর আমরা তো অন্তত বিচার চেয়েছি, কিন্তু আপনারা সমালোচনা, কুৎসা রটানো, অপপ্রচার আর মিথ্যা বলা ছাড়া কি বালটা ছিঁড়েছেন শুনি? দেশ দেশ করে এতই যদি হাহাকার করেন তাহলে দেশের স্বার্থে প্রথমে একতাবদ্ধ হতে শেখেন। X((

৮| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১০

নাঈম বলেছেন: ঐটা আপনিই পোষ্ট মাইরা দ্যান বা খোমাবইতে দিয়া দ্যান, আমি আপাতত খোমাবই থিকা কিছুদিন দূরে আছি।

৯| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

দায়িত্ববান নাগরিক বলেছেন: বিডি আইডল ধরা খাইছে, এখন মাফ চায়। মাফ করে দেন পীর সাহেব। শাহবাগের নাম শুনলে বিএনপি ও ছাগুদের মাথা ঠিক থাকে না।

১০| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

চলতি নিয়ম বলেছেন: ধন্যবাদ পীরসাহেব, একটা কঠিন বিনোদন দেখলাম। =p~ =p~

১১| ১৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৮

প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: পোস্ট নিয়ে কিছুই বলার নাই, এক কথায় সহমত।

তবে ছাগু, ছাগু এভ্রিহয়ার। আজ কাল ছাগুদের লাল শার্ট পড়ে জাতীয়তাবাদীর বেশে ম্যা ম্যা করে বেড়াতে দেখা যায়। ইহাহের কাছে যখন ব্লগিং মানেই ট্যাগবাজি আর গালাগালি তখন এদের পো ** আচ্ছা মতো ভরে দেওয়া হোক।

আপনি যাকে যে প্রশ্ন করেছেন তা একদমই ঠিক হয় নাই। বাপের হিসেব করতে যার ক্যালকুলেটর লাগে, তাকে জিজ্ঞেস করছেন বাপের সংখ্যা! হিসেব না মিলাতে পারলে তো মাফ চাবেই। কিছু বাপ নাকি আবার পাকিস্তানে চলে গেছে, ওদের হিসেব কেমনে দিবে বলেন তো? ওরা তো কাজ সেরেই পাগার পার, পয়দা হবার টাইম দিছে নাকি???


১২| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

বিডি আইডল বলেছেন: এই যে দেখেন আপ্নারে খাপো লীগার বইলা গাইল দেওয়াতে সেইগুলার কয়েকটা ক্যামনে আপ্নার পিছে লাইনে লাগছে :)

ডায়াপর পরা খাপো বেরাদাররা...রামুদার সাথে আমার পরিচয় বহুৎদিন আগের থাইকা...উনারে সরি বলাতে আমার কোন সমস্যা নাই...ভুল করলে এইটা স্বীকার করার গুণ খাপোর কারো ভিত্রে থাকবে...এইটা আশা করাই বাতুলতা

১৩| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৫

প্রত্যাবর্তন@ বলেছেন: আহারে ফেরারী ছাগু বারে বার পুটকি উচা করে ফিরে আসে

১৪| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫

পুদিনা পাত০০৭ বলেছেন: ধোলাই চলবেই।

১৫| ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওইদিন আপনাদের ওখানে ককটেলের কথা শুনে খুবই খারাপ লেগেছে। আন্দোলনের কাউকে হারাতে চাই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.