নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

ওহে সরকার, আইডিন বড়ই দরকার

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৩

লিষ্ট দেইখা হাসতে হাসতে চেয়ার থিক্যা উল্ডায়া পরতে গেছিলাম! ঐই লিষ্টির অনেকেরই বিপক্ষে অভিযোগের কোনো প্রমান আনতে পারবে না কেউ।



তবে টোটাল লিষ্ট ই তাদের যারা কোনো ভাবেই অনলাইনে জামাত-শিবিরের প্রচারনা চালাইতে দেবে না পন কৈরা ঘরের খাইয়া অনালইনে জামাত-শিবিরের ছাগু তাড়াইতো এবং তাড়ায়।



এমন নিকও দেখলাম যারা বিগত কয়েক বছর ইনএকটিভ। যারা ব্লগার চিনলো মোটে দুই মাস আগে তারা কি কৈরা বছর তিন চাইর আগের ইনএকটিভ নিকের হদিস নিয়া লিষ্টি বানাইয়া ফেললো?



ঘটনা কিছুই না, ঐটা সিম্পলি এন্টি জামাত-শিবির ব্লগারদের লিষ্ট।



সরকারের উচিৎ টন হিসাবে আইডিন লবন মন্ত্রীদের খাওয়ানো।

ওহে সরকার, মন্ত্রীদের আইডিন খাওয়ানো বড়ই দরকার।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হুম।

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১১

পীরসাহেব বলেছেন: স্বর্না, এই ৮৪ লাশও কবুল, তবে জামাত-শিবির আর তাদের সহকারীদের প্রতিটার বুকে বুলেট ঢোকানোর পরে - তার আগে না।

২| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১২

দায়িত্ববান নাগরিক বলেছেন: সরকারের উচিৎ টন হিসাবে আইডিন লবন মন্ত্রীদের খাওয়ানো।
ওহে সরকার, মন্ত্রীদের আইডিন খাওয়ানো বড়ই দরকার।


ভালো বলেছেন। সরকারের মন্ত্রীদের খাওয়ানোর দীর্ঘমেয়াদী আয়োডিন প্রকল্প হাতে নেয়া উচিৎ। সাথে ভিটামিন এ ক্যাপসুলও খাওয়ানো দরকার। দূরদৃষ্টি না থাকলে সরকার ব্যবস্থা চালাবে কিভাবে। দেশের ভবিষ্যৎ মৌলবাদীদের হাতে।

জয় মৌলবাদ।

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৮

পীরসাহেব বলেছেন: সাধে কি আর ডর খায়, এমুন কতা কৈলে ডরানোই স্বাভাবিক =p~

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমি তো ভাবছি আমার ব্লগ এর প্রোফাইল পিক দেব বোরকা পড়া। তাইলে কেউ আর আম্রে কিছু কইবে না।

আবাল সরকার এর আবালীয় সিদ্ধান্ত ঠিক যেন জামাত বিএনপির "নাস্তিকদের" ফাঁশি দেওয়া হবে নীতির মতোই।

কোনভাবেই মেনে নেওয়া হবে না, শুধু ক্ষমতার লোভে কোন এক পক্ষের কণ্ঠ রোধ। সাইবার জগতে খুব সামান্য কিছু মানুষ আছে যারা ধর্মবিদ্বেষী লেখা লিখে থাকেন। ৮ ব্লগ ও ৮৪ ব্লগার সংখ্যাগুলোই হাস্যকর!!

এ নিয়ে সবার লেখা আশা করছি। এ অন্যায়।

০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:২০

পীরসাহেব বলেছেন: আরে ধুর! লীগের আর বিম্পির কাছে বুদ্ধির আশা করেন নাকি? প্রলেতারিয়াৎ আদর্শিক দলগুলাও আজকাল টেন্দারবাজি করে নাম ভাঁড়িয়ে।

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩৩

বাংলাদেশী দালাল বলেছেন: ম্যাংগোব্লগার রা আতংকায়ীত :-&

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

চলতি নিয়ম বলেছেন: সরকারের পাশাপাশি ব্লগ কর্তৃপক্ষের ও দরকার।

লিস্ট কারা করলো একটু জানতে মুঞ্চায়। =p~ =p~

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: চলতি নিয়ম @ গুজব শুনলাম কোন রাজারবাগী করেছে নাকি।

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ সকাল ১১:১১

হাসানুর বলেছেন: লিস্টটা দেখ তে চাই, কোন লিঙ্ক আছে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.