নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

আসেন "গণিমতের মাল" মালাউন বাচ্চা মেয়েগুলোকে ধর্ষন আর ধর্মান্তরিত করে শান্তির পথে আনি

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:১৯

আসেন "গণিমতের মাল" মালাউন বাচ্চা মেয়েগুলোকে ধর্ষন আর ধর্মান্তরিত করে শান্তির পথে আনি, আইন-আদালৎ-ঠোলাপুলিশ-আম্বা-বিম্পি-হ্যাপাজৎ-জামাত-শিবির-এরশাদ কাক্কু সবাই চুপ কৈরা থাকবেন, এমনকি পাবলিকেও চুপ থাকবে। মাঝখান থিক্যা নেকি হাছিল হৈব ম্যালা, কেউ পেডোফাইলও কৈব না। খবর সোর্স

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৩:৪৯

মদন বলেছেন: আর পরিমল সাহেব আকাম করলে ওইডা হয় মিচুয়াল সেক্স ??????
শান্তিপ্রিয় দেশটাকে নষ্ট না করলেই নয়?????????

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১১

পীরসাহেব বলেছেন: ভুল যায়গায় ভুল উদাহরন টানতেছো মদনা, ভিকারুন্নেসা বিষয়ে একটিভ যারা ছিলো আমি তাদের একজন, মেমরী বাড়াও। আর পরিমলের মতন একটা বেজন্মার আকাজরে মানদন্ড যে বানায় সে পরিমলের মতই বেজন্মা, গট দ্যাট?

২| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০০

বিডি আমিনুর বলেছেন: অনেক দিন পর আবার বিশেষ শ্রেণীর চুল্কানি শুরু হইছে।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১২

পীরসাহেব বলেছেন: তা ছহি কইছেন, কয়েকটা শুয়োরেরবাচ্চায় আকামডা করছে আর কয়েকটা পাতি শুয়ারেরবাচ্চা সেইআকামরে জায়েজ করতে নামছে।

৩| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কুত্তার বাচ্চাটারে "সাচ্চা" ঈমানদার খেতাব দেওয়ার দাবী জানাইতেছি।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৩

পীরসাহেব বলেছেন: হৈব না, সুশিল সমাজ নাকে খাঁটি সইর্ষার তৈল ঢাইলা ঘুমে, মাঠে আছে মদনার মতন পরিমলের ছাওরা।

৪| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:০৮

princejohn বলেছেন: বিডি আমিনুর বলেছেন: অনেক দিন পর আবার বিশেষ শ্রেণীর চুল্কানি শুরু হইছে।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১২

পীরসাহেব বলেছেন: লেখক বলেছেন: তা ছহি কইছেন, কয়েকটা শুয়োরেরবাচ্চায় আকামডা করছে আর কয়েকটা পাতি শুয়ারেরবাচ্চা সেইআকামরে জায়েজ করতে নামছে।

৫| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৩

নয়ামুখ বলেছেন: বাংলাদেশের আইন শৃ্ঙ্খলা পরিস্তিতি সব চেয়ে ভালো! কোথাও কোনো অপহরন, খুন, ধর্ষনের ঘঠনা ঘঠেনি। পত্রিকা যা লিখেছে তা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মাত্র।

আমার কথা বিশ্বাস হলোনা ? যান স্বরাস্ট্রমন্ত্রী ম খা কে জিগান।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৭

পীরসাহেব বলেছেন: আরে ধুর! আম্বালীগের বলদগুলারে দিয়া কিছু হৈব না।

৬| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:১৯

নয়ামুখ বলেছেন: **** ঘঠনাটা খুবই দু:খজনক। এর উপযুক্ত বিচার হওয়া উচিত।

৭| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৩৩

মদন বলেছেন: আমি জানি আপনাকে যুক্তি দিয়ে লাভ হবে না। এক কথাতেই যত ট্যাগিং আমার উপরে চাপালেন তাতে নতুন করে আর কি বলবো। এই মানসিকতা নিয়েই পরিমল ইস্যুতে কাজ বরেছেন???? করে থাকলে শুভেচ্ছা।

ঘটনা ঘটেছে ধর্ষনের। আপনি এর সাথে "গণিমতের মাল" ও "মালাউন বাচ্চা" ট্যাগিং করে ঘটনাকে আরো ভিন্নখাতে নিয়ে গেলেন। ধর্মেতো কোথাও নাই যে মুসলমান করে একাধিক জনে ধর্ষন করতে হবে। কাজেই মুল অপরাধের সাথে ধর্মের মিশ্রন সাম্প্রদায়ীক বিষবাষ্প ছড়ানোর কৌশল বলেই মনে করি।

মানিকের সেঞ্চুরী অথবা পরিমলের ধর্ষনের বিচার না হওয়া এইসকল অপকর্ম আরো উস্কে দেয়। যারা এই সকল অপকর্মের বিচারে গা ছাড়া তাদের বিরুদ্ধে আপনার অবস্থান আরো সোচ্চার হবে বলেই আশা করছি।

[অ:ট: আমি পারত পক্ষে কারো সাথে বিবাদে জড়াই না, আপনার কথা বলার ধরন দেখে মনে হলো কোন কারনে আপনি আমার উপরে ঝাল ঝাড়ার জন্য অপেক্ষা করতেছিলেন। দলীয়/ধর্মীয় বিশ্বাসে দুজন হয়তো ভিন্ন অবস্থানে কিন্তু এতো সহজেই একজনকে এতো নোংরা ভাবে আক্রমনের আগে আরেকবার ভেবে দেখার জন্য বিনীতি অনুরোধ রইলো। ভালো থাকবেন ]

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৯

পীরসাহেব বলেছেন: ব্লগে রেজিস্ট্রেশনের সময় আইকিউ টেষ্ট বাধ্যতামূলক করার সেই পুরানা দাবী আবারো জানাইলাম।

৮| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৪১

ইন্তাজ ভাই বলেছেন: একটা শিশুকে অপহরণ করে ধর্ষন করা হয়েছে। এটা একটা চরম অপরাধ। এটার দৃষ্টান্তমূলক বিচার চাই ।

এখানে গণিমতের মাল আর বালচাল ত্যানা পেছাইতেছন কেন?

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:১৯

পীরসাহেব বলেছেন: ব্লগে রেজিস্ট্রেশনের সময় আইকিউ টেষ্ট বাধ্যতামূলক করার সেই পুরানা দাবী আবারো জানাইলাম।

৯| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৫৭

যোগী বলেছেন:
এই যানোয়ারেরা ঠিক ৭১ মতই হীন লালসা পুরনের জন্য আবার ধর্মকে টেনে এনেছে হাতিয়ার হিসাবে বোঝা যাচ্ছে। আর এই জন্যই ধর্মের কথা কেও বললেই বা দাঁড়ি টুপি পরলেই তাকে বিশ্বাষ করার বা সে যে বিনা রকেটে চাঁন্দে যাইতে পারে এমন ধারনা করার কোন কারনই নাই।

১০| ০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৪৩

নুরুল_হুদা বলেছেন: jara doshi tader shasti dabhi koren, ojotha dhormo ke keno tene anlen.

eivhabe likhlen jeno, puro bangladesh er shob muslim er jonno dayi

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৫

পীরসাহেব বলেছেন: আবারো আইকিউ টেষ্টের দাবী জানাই।

১১| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মাইন রানা বলেছেন: একটা জগন্য অপরাধ ঘটছে সেই যেই ধর্মের হোক না কেন

এখানে "আসেন "গণিমতের মাল" মালাউন বাচ্চা মেয়েগুলোকে ধর্ষন আর ধর্মান্তরিত করে শান্তির পথে আনি" বলে কি বুঝাতে চাইছেন?

ধর্ষকরা কি এখানে হিন্দু বলে মেয়েকে ধর্ষণ করেছে?
গণিমতের মাল জিহাদের সময় হয় এখানে কিসের জিহাদ হয়েছে?

এই ধর্ষনের রসহ্য কি অপনি উদ্বার করে ফেলেছেন?

আপনার কাছে প্রশ্ন
১) বাংলাদেশের পত্রিকায় প্রতিদিন প্রায় ২/৩ টা ধর্ষনের খবর চাপা হয় টার কয়টা হিন্দু আর কয়টা মুসলিম?
২) ধর্ষকরা কি সবাই মুসলিম আর তারা কি শুধু হিন্দু মেয়ে খুঁজে খুঁজে ধর্ষন করে?
৩) তারা ধর্মীয় কারণে এই ধর্ষন করে বেড়ায়? ধর্মের কোথায় লেখা আছে হিন্দু মেয়ে মানে গনিমতের মাল আর তাঁদের ধর্ষন করা যাবে?
৪) পরিমিল যখন ধর্ষনের কারণে ধরা পড়েছিল তখন কি এইরকম ধর্মীয় সাম্প্রদায়িক লেখা লিখেছিলেন?

অপরাধী কোন অপরাধ করলে তাঁর অপরাধ না দেখে তাঁর ধর্ম, গোষ্টী, দল দেখা হয় তখন আসলে তাঁর অপরাধকে আড়াল করা হয়।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৩

পীরসাহেব বলেছেন: বেশ কথা, আসেন ৪ তারিখ খুলনা প্রেসক্লাবের সামনে , বিকাল ৪টায়, সামনাসামনি আলোচনা করুম। খুলনার বাইরে থাকলেও সমস্যা নাই, সক্কালবেলা গাড়ীতে উঠলে দুপুরে পৌঁছাইয়া যাইবেন, আর সন্ধা হৈলেও সমস্যা নাই, আমরা আছি, ফেবুতে ইভেন্ট পেজে নক দিলে হবে।

১২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

মুদ্রা সংগ্রাহক বলেছেন: পীরসাহেবের আইকিউ টেস্ট করা হোক....

যে ধরণের পোস্ট দিচ্ছেন এটাও যে এক ধরণের ধর্ম ব্যবসা...এটুকু বোঝার মত মগজ তো আছে, নাকি??

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৪

পীরসাহেব বলেছেন: বেশ কথা, আসেন ৪ তারিখ খুলনা প্রেসক্লাবের সামনে , বিকাল ৪টায়, সামনাসামনি আলোচনা করুম। খুলনার বাইরে থাকলেও সমস্যা নাই, সক্কালবেলা গাড়ীতে উঠলে দুপুরে পৌঁছাইয়া যাইবেন, আর সন্ধা হৈলেও সমস্যা নাই, আমরা আছি, ফেবুতে ইভেন্ট পেজে নক দিলে হবে।

১৩| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৫৬

দি সুফি বলেছেন: আপনার পোষ্ট আর মন্তব্যগুলো দেখে মনে হচ্ছে, সামুর আসলেই উচিত রেজিস্ট্রেশনের সময় আইকিউ টেষ্ট চালু করা!
একটা ধর্ষনের ঘটনা ঘটেছে ধর্মকে ব্যবহার করে। যেখানে উচিত ছিল দোষীদের বিচার চাওয়া, সেখানে আপনি পোষ্ট করছেন সাম্প্রদায়িকতা ছড়িয়ে!

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৪

পীরসাহেব বলেছেন: বেশ কথা, আসেন ৪ তারিখ খুলনা প্রেসক্লাবের সামনে , বিকাল ৪টায়, সামনাসামনি আলোচনা করুম। খুলনার বাইরে থাকলেও সমস্যা নাই, সক্কালবেলা গাড়ীতে উঠলে দুপুরে পৌঁছাইয়া যাইবেন, আর সন্ধা হৈলেও সমস্যা নাই, আমরা আছি, ফেবুতে ইভেন্ট পেজে নক দিলে হবে।

১৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৪৯

বিডি আমিনুর বলেছেন: কোলকাতার হনু গুলা চায় এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকুক ।
এদের পাছার উপর লাথি দিয়ে ব্লগ থেকে বের করে দেয়া উচিত।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:০৪

পীরসাহেব বলেছেন: বেশ কথা, আসেন ৪ তারিখ খুলনা প্রেসক্লাবের সামনে , বিকাল ৪টায়, সামনাসামনি আলোচনা করুম। খুলনার বাইরে থাকলেও সমস্যা নাই, সক্কালবেলা গাড়ীতে উঠলে দুপুরে পৌঁছাইয়া যাইবেন, আর সন্ধা হৈলেও সমস্যা নাই, আমরা আছি, ফেবুতে ইভেন্ট পেজে নক দিলে হবে।

১৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:০৯

কামরুল ইসলাম রুবেল বলেছেন: তর মত ইতর খুব কম দেকচি। কি চাস অহন? খুলাশা কইরা ক। ইন্তাজ ভাইয়ের মন্ত্যবের উত্তর দেইখা তরে ঠাড়ায়া চড়াইতে ইচ্চা করতাচে।

০৪ ঠা জুন, ২০১৩ রাত ৩:২১

পীরসাহেব বলেছেন: তোমার ইন্তাজ ভাইয়ের বাল গুনো গিয়া খোয়াড়ে বইসা।

১৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৩৬

পাস্ট পারফেক্ট বলেছেন: পীরছাব, আপনে কি পরিমল নাকি? লাল দালান থিকা ব্লাগাইতাছেন? খুব চুলকায়, না?

১৭| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অপরাধীর পরিচয় তাঁর অপরাধ দিয়ে ধর্ম দেয়ে নয়***

ধর্ষণ অনেক পুরোনো মারাত্নক সামিজিক অপরাধ যা বেড়েই চলছে। এর জন্য ধর্ম কোনভাবে দায়ী নয়। ভারতে অধিকাংশ ক্ষেত্রে যারা ধর্ষণ করে ও যারা ধর্ষিত হয় তারা সবাই হিন্দু আর বাংলাদেশে মুসলিম, কারণ সংখ্যাগরিষ্টতা।

তাই ইসলাম বিরোধী যেসব ব্লগার ও এক্টিভিস্ট একটি অপরাধের জন্য অপরাধীদের কথা না বলে শুধু ইসলামকে দায়ী করে বার বার উস্কানি মূলক পোষ্ট দিচ্ছেন তারা আসলে ধর্ষকের বিচার চান না। তারা এইসব অপরাধ থেকে ইসলাম বিরোধী প্রচার করে মানুষের মনে ইসলামের প্রতি ঘৃণা সৃষ্টি করতে চান।


ওই ভন্ডদের কাজ এইই!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

জাষ্ট ইগনোর দেম। অপরাধীর দৃষ্টান্ত মূলক বিচার চাই।

আর যেই আবালরা জল ঘোলা করতে চাইতেছে- তাগোর মুড়া!!!!!


===

লেখক বলেছেন: তা ছহি কইছেন, কয়েকটা শুয়োরেরবাচ্চায় আকামডা করছে আর কয়েকটা পাতি শুয়ারেরবাচ্চা সেইআকামরে জায়েজ করতে নামছে।

আর কিছু শুয়েরর বাচ্চা তাতে ধর্মের লেবেল লাগায়া ধান্ধাবাজিতে লিপ্ত। সাম্প্রদায়িক উস্কানির চেষ্টাকারী ঔ শূয়রোর বাচ্চাগো গদাম!!!!

==আবারো কই....

জাষ্ট ইগনোর দেম। অপরাধীর দৃষ্টান্ত মূলক বিচার চাই।

আর যেই আবালরা জল ঘোলা করতে চাইতেছে- তাগোর মুড়া!!!!!

১৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৯:২০

চুক্কা বাঙ্গী বলেছেন: রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধেও এরকম ঐক্যমত গড়ে তুলতে হবে ভাই। সুন্দরবনকেও ধর্ষন করার সব ব্যাবস্থা সম্পন্ন হয়ে গেছে। অপরাধীর দৃষ্টান্ত মূলক বিচার চাই।

১৯| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:২৭

দাস্তান বলেছেন: লেখক বলেছেন:
ব্লগে রেজিস্ট্রেশনের সময় আইকিউ
টেষ্ট বাধ্যতামূলক করার সেই
পুরানা দাবী আবারো জানাইলাম।
তা বাবা তোমার টা কি টেস্ট কইরা খুলছে?
যদি গোয়া বেশি চুলকায় তাইলে মান্দার গাছের লগে গিয়া ঘসাঘসি কর|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.