![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১১ বছর বয়সী বাচ্চা মেয়েটাকে অপহরন, জোর করে ধর্মান্তর তারপর বেআইনী বিয়ে দেখিয়ে ৫৫ দিন ধর্ষনকারী জানোয়ার আর সেই জানোয়ারের দোসরদের ফাঁসির দাবীতে আসুন একটা বিকেলের এক খন্ডাংশ উৎসর্গ করি আমরা।
জুন ৪, মঙ্গলবার, ২০১৩
খুলনা প্রেসক্লাব, বেলা ৪টা থেকে ৪টা ৩০ মিনিট
২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২২
মো: আজিজ মোর্শেদ বলেছেন: শুয়োরের বাচ্চাদের জনগনের সামনে খুচিয়ে খুচিয়ে মারা উচিত। আর এটা করলে যে শুয়োরগুলো বলবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাদের কি করা উচিত তা আর আমি বলছিনা। আমি হয়তো যেতে পারবো না, কিন্তু অন্তর থেকে আপনাতের সাথে আছি।
৩| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:২৭
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: রংপুরে আইছি দাদা।
খুলনায় থাকলে অবশ্যই যেতাম।
৪| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৩৭
বিডি আমিনুর বলেছেন: শুয়োরদের জন সম্মুখে কতল করা হোক। এই সব শুয়োরদের কোন ধর্ম নাই, এদের আবার ধর্ম কিছের?
এই ঘটনা নিয়া কিছু কুলাঙ্গার দেখতেছি ধর্মকে ইসু বানাইয়া সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে , এই সব কুলাঙ্গারদের বিরুদ্ধে ও বেবস্থা নেওয়া উচিত।
৫| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আরেকটা ব্যাপার নিয়ে কথা বলা দরকার,
এই মেয়েটার যে পরিমাণ ক্ষতি হয়েছে শারীরিক এবং মানসিক, এর ফরেনসিক এক্সামিনেশন, সাইকিয়াট্রিক ইভালুয়েশন এর দরকার। কিন্ত নারী চিকিতসক আমাদের দেশে কম, এখন যদি পুরুষ চিকিতসক যদি একে দেখতে যান, তাহলে আমাদের মিডিয়া প্রস্তুত হয়ে আছে সেই পুরুষ চিকিতসক কে দ্বিতীয় ধর্ষক বানানোর প্ল্যান নিয়ে।
এসব কারণেই আমরা আগাচ্ছি না, আমরা পিছাচ্ছি।
৬| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১:০১
মুদ্রা সংগ্রাহক বলেছেন: এই পোস্টে তীব্র সমর্থন জানাচ্ছি, সেই সাথে এটাও অনুরোধ করব আগের উস্কানিমূলক পোস্ট টি সরিয়ে ফেলার জন্য।
আমার মাথায় একটা জিনিষ ঢুকছে না, যদি ধর্ষন ই করতে চায়, তাইলে ধর্মান্তরিত করে বিয়ে করার কি প্রয়োজন ছিল। অপহরণ করেই ত করতে পারত....এত নাটক করার কি দরকার ! ! !
এনিওয়ে ধর্ষক/দের বিচারের দাবী জানিয়ে কমেন্ট শেষ করছি
৭| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৬:৫৪
মিতক্ষরা বলেছেন: নৃশংস ঘটনা। কালের কন্ঠের লিংক কাজ করছে না বিধায় পুরো ঘটনা পড়তে পারছি না। ধর্মান্তর আর বিয়ে পড়ানোতে মনে হচ্ছে মেয়েটির হয়ত বা সম্মতি থাকলেও থাকতে পারে। হতে পারে মেয়েটির বয়স আরেকটু বেশী। সেই ক্ষেত্রে মৃত্যুদন্ড দেয়াটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে। প্রথম আলোতে কেন খবরটি এলো না তাই ভাবছি।
৮| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৭:৩৯
এ.ডি.এম শাফী বলেছেন: ওহে প্রগতিশীল মোল্লারা,বছর চারেক আগে এই একি ঘটনা যখন যশোরের শার্শায় একটি মুসলিম মেয়ের ক্ষেত্রে ঘটেছিল তখন আপনারা কোথায় ছিলেন? মনিরা নামের নবম শ্রেণী পড়ুয়া সেই মেয়েটিকে এক হিন্দু যখন অপহরণ করে নিয়ে গিয়ে জোর করে শাঁখা সিঁদুর পড়িয়ে সাতাশ দিন আটকে রেখে ধর্ষন করেছিল তখন তখন আপনাদের সেই তীব্র প্রতিবাদ কোথায় ছিল? শাঁখা সিঁদুর পড়িয়ে হিন্দু বানানোর চেষ্টাটা কি ধর্মান্তরের অপচেষ্টা ছিলো না? তখন তোরা কোথায় ছিলিরে রাত কামলার বাচ্চা?
মানববন্ধন কর,প্রতিবাদ সমাবেশ কর কোন সমস্যা নেই,ঐ কুলাংগার ধর্ষককে ধরে ঝুলিয়ে দে কোন সমস্যা নেই,কিন্তু নিজেদের অবস্থান ক্লিয়ার কর!
এই মন্তব্য মুছে দিয়ে লাভ নেই,আমি পোষ্ট আকারে দিবো আবার। আর আমার কাছে ঐ ঘটনার লিংক এমনকি বিচারের রায়ের লিংক পর্যন্ত আছে,সো খুব খিয়াল কৈরা।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:২৫
পীরসাহেব বলেছেন:
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ০টি
মন্তব্য করেছেন: ১২৭টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ৫ মাস
ব্লগটি মোট ১২ বার দেখা হয়েছে
কার পোষা মাস্টারবেটিং নিক তুমি?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: ঘৃণায় গা গুলিয়ে আসছে। কয়দিন রাউটারে সমস্যা হওয়ায় অনলাইন পত্রিকা পড়ি নাই। আজকে দেখলাম আপনার ইভেন্ট টা দেখে।
সবার কাছে আহ্বান থাকবে, এর বিরুদ্ধে শক্ত প্রতিবাদ চাই। মানুষ পশুর চেয়েও অধম হয়ে গেছে।