![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট বুকে নিয়ে প্রতিনিয়ত আমার পথচলা। তবু্ও বেঁচে থাকি, সুখে থাকি, আমারই জন্য, ভালোবাসার কিছু মানুষের জন্য।
এ নগর, ব্যস্ততা, কোলাহল
দিগন্তে বিস্তৃত অনন্ত অপূর্ণতা
বিষাদি বাতাসে লুকানো শিশির,
ক্ষনে ক্ষনে জীবনের
উষ্ণ আলিঙ্গনে দোলা দেয়
মোহনায় ভেসে যাওয়া
বিদগ্ধ স্বপ্নগুলো।
মাঝরাতে জানালায় কান্নার ধ্বনি
সুতোহীন ঘুড়ি. সুতোর টানাটানি
নাটাই হাতে-
দিগন্তের পানে চেয়ে থাকা,
আকাশ নীলিমায়
পূর্ণিমা চাঁদের আলোয়
সবকিছুই মিথ্যে মনে হয়।
ক্ষতি, দুরত্ব, অভিমান
স্মৃতির অতল গহ্বরে তলিয়ে
একাকীত্বতায়, পোড়া চেতনায়
তবুও রঙ্গীন স্বপ্ন আঁকে
কাজল কালো দু'চোখে
পরাজিত প্রদীপের মতো
নিশ্চুপ ধ্রুবতারা।
২| ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৩১
এফ আই দীপু বলেছেন: প্রচেত্য, ধন্যবাদ
৩| ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৪১
আজম মিজান বলেছেন: চমৎকার।
Click This Link
২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৪৬
এফ আই দীপু বলেছেন: আজম, কেমন আছেন?
৪| ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৪৬
কৌশিক বলেছেন: আরে দীপু যে! কি খবর?
৫| ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৪৮
এফ আই দীপু বলেছেন: হ্যাঁ, কৌশিক দা কেমন আছেন? অনেক দিন পর।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০০৮ দুপুর ১:২২
প্রচেত্য বলেছেন: চমতকার লিখেছেন