![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দেখতে পাচ্ছি নীল নকশা বাস্তবায়ন।
আপনার সাথে আমার মতের মিল হবে এটাই স্বাভাবিক, কারন আপনি আমি সম্পূর্ণ আলাদা চিন্তাধারা এবং পরিবেশে বেড়ে ওঠা।।
বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করে এমন কিছু শিল্পের ভিতরে উল্লেখযোগ্য ছিলো চা, পাঁট, চামড়া, পোশাক শিল্প ইত্যাদি।
এমন কিছু ব্যক্তিত্ব, ডক্টর মুহাম্মদ ইউনুস, জে এন নজরুল ইসলাম প্রমুখ।
ছিলো ফ্রিলান্সার, ছিলো তরুন উদ্যোক্তা, আইটি প্রফেশনাল যারা নাসার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। ছিল অসাম্প্রদায়িক হিন্দু-মুসলিম ভ্রাত্বত্তের সম্পর্ক।
ছিলো মেধামনন উপযোগী শিক্ষার পরিবেশ , নকলমুক্ত শিক্ষাঙ্গন।
ছিলো ক্রিকেট, সাকিব আল হাসান, মাশরাফি, মুস্তাফিজ।
পর্যায়ক্রমে একে একে ধ্বংস করা হচ্ছে। মেধায়, অর্থে এবং সক্ষমতায় পিছিয়ে পড়লে সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার আগে মানুষ ভাতের ( বেঁচে থাকার) কথা চিন্তা করবে।
এমন একটা সময় যখন আমাদের কেউ চিনবে না, আমাদের নিজস্ব মেধা এবং বুদ্ধি যখন লোপ পাবে এবং যথেষ্ট কর্মসংস্থান থাকবে না তখন উপনিবেশ ই হবে আমাদের একমাত্র সম্বল
মুহাম্মদ আল ইমরান
অক্টোবর ৩০, ২০১৯
কুয়াকাটা, পটুয়াখালী।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০
রাজীব নুর বলেছেন: আমাদের আশাবাদী হতে হবে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৯ ভোর ৪:৫০
কলাবাগান১ বলেছেন: বাংগালীরা নিজের কোস্ট্যকাঠিন্য হলেও ষড়যন্ত্র এর আভাস পায়
আপনি বলেছেন
"এমন একটা সময় যখন আমাদের কেউ চিনবে না"
আমি বলি এখনই এমন একটা সময় আমি দেখি সবাই নাম বলার আগে বাংলাদেশ কে চিনে...আগে যেখানে বিদেশীদের বলতে হত ভারতের পাশের দেশ
নীল নকশা তখনই বলে যখন দেশের স্বাধীনতার স্তপতি কে সপরিবারে হত্যা করা হয়.।তার ৭ বছরের ছেলে কে স হ
নীলনকশা তখনই বলে যখন দেশের স্বাধীনতার রূপকারদের জেলের মাঝে ঠান্ডা মাথায় হত্যা করা হয়
নীলনকশা তখনই বলে যখন গ্রেনেড মেরে বিরোধী দলের প্রধান কে মারতে গিয়ে দলের ৩০জন কে এক সাথে হত্যা করা হয়
নীল নকশা তখনই বলে, যখন দেশের স্বাধীনতা বিরোধীরা রক্তস্নাত পতাকাতে তার গাড়ীতে লাগায় মন্ত্রী হিসাবে