নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা একটা কঠিন শব্দ, এর সাথে তাল মিলিয়ে চলা আরও কঠিন। মাঝে মাঝে হতাস হয়ে থেমে যাই, আবার নতুন উদ্দিপনায় জেগে উঠি।

প্রিন্স খান ৫৪২৬

আমি কোন প্রফেশনাল লেখক নই। মনের খোঁড়াক মিটানোর জন্য বা নিজের মনের ভাব প্রকাশের জন্য মাঝে মধ্যে কিছু লেখা-লেখি করি। তাই সকলের কাছে অনুরোধ আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।

প্রিন্স খান ৫৪২৬ › বিস্তারিত পোস্টঃ

নীলস্বপ্ন

০৯ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৮

যেই খানে পথ হারিয়ে পাহাড়,
সেই খানে তোমার সাথে দেখা হবে আমার।

যেই খানে আকাশ ধূসর নীল,
সেই খানে তোমার সাথে হবে আমার মিল।

যেই খানে মাঠ পেড়িয়ে বন,
সেই খানে তোমার সাথে বদল করবো মন।

যেই খানে নদীর ওপার অচীন এক শহর,
সেই খানে তোমার সাথে গড়বো সুখের ঘর।

যেই খানে গ্রামের শেষে ছোট একটি ঘর,
সেই খানে তোমার সাথে হবে আমার বাঁসর।

তাৎপর্যঃ কবিতাতে একটি ছেলের স্বপ্নের কথাগুলো বলা হয়েছে। তার ইচ্ছা অচীন এক দেশে তার স্বপ্নের নায়িকার সাথে দেখা হবে। প্রকৃতির সুন্দর ছোঁয়ায় তাদের পরিচয় হবে এবং তারা তাদের মাঝে মন বদল করবে। তার আশা অজানা কোন এক দেশে তার স্বপ্নের মানুষের সাথে সংসার করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.