![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন প্রফেশনাল লেখক নই। মনের খোঁড়াক মিটানোর জন্য বা নিজের মনের ভাব প্রকাশের জন্য মাঝে মধ্যে কিছু লেখা-লেখি করি। তাই সকলের কাছে অনুরোধ আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।
হারিয়ে যেতে ইচ্ছে করে
দূর পাহাড়ের দেশে,
যেথায় আমি থাকবো হেসে
নিজের আপন বেশে।
থাকবে নাকো শাসন বারণ
থাকবে নাকো বাঁধা,
মন চাইলে গাইবো গান
নয়তো খেলবো ধাঁধা।
শ্রাবণ ধারায় ভিজবো আমি
ময়ূর পাখির মত,
পাখ-পাখালি তরুলতা
বন্ধু থাকবে শত।
বিকাল হলেই দূর আকশে
উড়াবো রঙিন ঘুড়ি,
সন্ধে হলে ঐ আকাশেই
দেখবো চাদের বুড়ি।
©somewhere in net ltd.