নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা একটা কঠিন শব্দ, এর সাথে তাল মিলিয়ে চলা আরও কঠিন। মাঝে মাঝে হতাস হয়ে থেমে যাই, আবার নতুন উদ্দিপনায় জেগে উঠি।

প্রিন্স খান ৫৪২৬

আমি কোন প্রফেশনাল লেখক নই। মনের খোঁড়াক মিটানোর জন্য বা নিজের মনের ভাব প্রকাশের জন্য মাঝে মধ্যে কিছু লেখা-লেখি করি। তাই সকলের কাছে অনুরোধ আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।

প্রিন্স খান ৫৪২৬ › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুদ ভালোবাসা

২২ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩০

শূন্য এই হৃদয়ে তুমি
ফুটিয়ে ছিলে ফুল,
হঠাৎ কেন চলে গেলে
কি হয়েছিল ভুল।

তোমার এই চলন বলন
করেছিলো মনটি হরন,
দিন-রাত-মাস কেটে যায়
একবারও না করলে স্মরণ।

ভেবেছিলাম তোমায় নিয়ে
গড়বো সুখের ঘর,
কিন্তু কোন কারণ ছারাই
করলে আমায় পর।

শত চেষ্টা করেও আমি
পাইনি তোমার দেখা,
জানি একদিন কাদবে তুমি
পড়ে আমার লেখা।

ভেবে ছিলে তোমায় ছাড়া
থাকবো আমি দুখে,
মনটা আমার নয়তো কাচা
আছি বড্ড সুখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.