![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কোন প্রফেশনাল লেখক নই। মনের খোঁড়াক মিটানোর জন্য বা নিজের মনের ভাব প্রকাশের জন্য মাঝে মধ্যে কিছু লেখা-লেখি করি। তাই সকলের কাছে অনুরোধ আমার ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।
হয়তো আর বলা হবেনা
এই ভুলে ভরা কথা,
তোমাদের মাঝে আর
থাকবো না যথা-তথা।
হয়তো আর শোনা হবেনা
পাখ পাখালির ডাক,
সন্ধ্যা হয়েছে ঘরে আয় সোনা
বলে ছাড়বে না আর হাক।
কখনো বা থেমে যাবে
এই কলমের কালি,
আমার ডাইরির শেষ পাতা
পরেই থাখবে খালি।
কোন একদিন থেমে যাবে
এই রক্তের গতি পথ,
থাকবে না আর কেউ
আমার পানে চেয়ে পথ।
কখনো আর দেখা হবেনা
এই মাঠ-ঘাট-বন,
না ফেরার দেশে চলে গেলেও
এখানে থাকবেই মন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৬
প্রিন্স খান ৫৪২৬ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:২২
বাংলার পাই বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা রইলো।