নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

গনহত্যার পরিসংখ্যান, আমাদের বাকস্বাধীনতা

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

ইহুদী হলোকষ্ট ভিক্টিম নিয়ে কেউ নতুন করে গোনাগুনি করতে পারবে ?
জাপানের হিরোসীমা, নাগাসাকি তে কত মানুষ মারা গেছে তার তালিকা কেউ চেয়েছে এ যাবত ? চীনের নানকিং এ জাপানীদের গনহত্যার তালিকা কেউ চেয়েছে সেখানে ? বসনিয়ায় কতজন নারীকে নির্যাতন করা হয়েছে তাদের নাম ধাম কেউ চেয়েছে ? রুয়ান্ডা বা কম্বোডিয়ার গনহত্যায় কত মানুষ মারা গেছে তার নির্দিষ্ট তালিকা কি আছে? মাইলাই হত্যাকান্ডে আমেরিকান সৈন্য রা কত ভিয়েতনামী মেরেছ, সেটা ? এমন কি ভিয়েতনামে কতজন আমেরিকান সৈন্য মারা গেছে তার সুনির্দিষ্ট হিসাব ? কেউ কি এখন তালিকা করতে চাইবে বা পারবে,আমেরিকার আদি কলোনিয়াল রা কত রেড ইন্ডিয়ান কে খুন করেছিল,কত নারীর স্তন কেটে নিয়েছিল, কত পুরুষদের অন্ডকোষ কেটে বটুয়া বানিয়েছিল ? ডি ব্রাউন এ মতো সত্যনিষ্ট গবেষক রা বছরের পর বছর আমেরিকার পুরনো নথি বা আর্কাইভ ঘেটে কি তার সংখ্যা বের করতে পেরেছেন,নাকি কেউ তার তালিকা চেয়ে বসেছে ? এরকম বাক স্বাধীনতা বা প্রশ্ন করার অধিকার চর্চা পৃথিবীর কোন দেশে কোন কালে কি হয়েছে ? পৃথিবীর কোথাও এ রকম বেদনাবহ ট্র্যাজেডি নিয়ে বাক স্বাধীনতা, গনতান্ত্রিক অধিকার কেউ প্রয়োগ করেছে ?
ইহুদী হলোকষ্ট এর সংখ্যাটা আইনগত । এটা নিয়ে কেউ গবেষনা বা প্রশ্ন করার তথাকথিত স্বাধীনতা দেখাত চাইলেই এন্টি সেমিটিক আইনে তার জেল হবে । হয়েছেও অনেকের । আর আমাদের এখানে এখন একের পর এক হত্যাকারী দের আইডেন্টিফাইড পা চাঁটারা একাত্তরের গনহত্যার ভিক্টিম দের তালিকা চেয়ে ফাজলামি করে যাচ্ছে ? স্রেফ নতুন প্রজন্ম কে বিভ্রান্ত করার জন্য, নাকি প্রভুদের মনোরঞ্জনের জন্যে ? এটাকে নিয়ে বিভ্রান্তি প্রতিষ্টা করতে পারলে তাদের মূল লক্ষ্য পুরন হয়,মানে প্রমাণিত হয়, পাকিস্থানীরা গনহত্যা বলতে যা বুঝায়, তা করেনি । কিছু তথাকথিত প্রগতিশীল আছে যারা একটা দলের প্রতি এদের প্যাথলজিক্যাল বিদ্ধেষ বা ঘৃণার বশবর্তী হয়ে এই সব টিকিধারী সর্বজন স্বীকৃত এবং সংঘবদ্ধ ইতিহাস বিকৃত কারীদের 'বাক স্বাধীনতা'র পক্ষে 'অকাট্য' যুক্তি দিয়ে পক্ষাবলম্বন করার চেষ্টা করছে। কেউ কেউ এমনটাও বলছেন যে ইশ্বর খচিত গ্রন্থ নিয়ে যদি প্রশ্ন করা যায়, শহীদের সংখ্যা নিয়ে করা যাবে না কেন- এক যাত্রায় দুই ফল হতে পারে না। বাক স্বাধীনতার সীমা পরিসীমা যেমন নেই, হটকারীতার সীমা পরিসীমাও নেই এদেশে । আওয়ামী লীগ তো শহীদ দের অভিভাবক নয় । কিন্তু 'জেনোসাইড ডেনিয়াল ল' করতে না পারাটা আওয়ামী লীগের বড় ব্যর্থতা, তাই ৪৩ বছর পর এ রকম সংবেদনশীল ইস্যু নিয়ে রাজনীতি করার সুযোগ খুজছে এরা। তা না হলে এমন অবস্থায় হয়তো তারা তাদের বিকৃতকাম সুলভ রাজনীতি থেকে পালিয়ে আরামে থাকার জন্যে গনহারে গ্রেপ্তার বরন করতো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.