নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

মন কতটুকু মুক্ত ?

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

pre-occupied mind (প্রাক-চিন্তা কবলিত মন) কখনো মুক্তমন হতে পারে না । সেদিক থেকে প্রানী জগতে শিশু ছাড়া আর কাউকে মুক্তমনা বলা যায় কিনা তা প্রশ্নের দাবী রাখে । শিশু যেমন থটলেস, তার পূর্ব নির্ধারিত কোন চিন্তা নেই- মুক্ত মনও সেরকম। তা প্রি-অকুপাইড হতে পারে না । আজকে যে চিন্তা বা ধ্যান ধারনা একেবার নবীন, একদিন তা প্রাচীন হবে। যে মন তাঁকে এতকাল পরম আদরে বয়ে নিয়ে এসেছে,সে মন তাকে অমনি পুরনো পরিধেয়ের মতো ফেলে দেবে না। তখন সময় নতুন কিছু দাবী করবে । আজকের মুক্তমন সেদিন অচল পয়সার মতো অবেদনহীন হয়ে পড়বে । আমরা এও জানি না,সময় সেদিন কি চাইবে ।
বৌদ্ধ ধর্মের একটি উল্লেখযোগ্য শাখা( school of thought) হল মহাযান,সেটা ভারত থেকে চীনে যাবার পর তাও-ইজম এর সাথে সমন্বিত হয়ে জেন(zen Buddhism) বৌদ্ধ ধর্মে রুপান্তরিত হয় - যা আজ চীন, জাপান, কোরিয়া, ভিয়েতনাম এসব প্রাচ্য দেশ গুলোতে অনুশীলিত হয় । জেন জ্ঞান নির্ভর একটি প্রতিষ্টান । যার আধুনিক নাম- engaged Buddhism .
এই জেন বৌদ্ধ ধর্মে অনুশীলক(zen master) দের মাঝে একটা কথা খুবই জনপ্রিয়, আর তা হল - kill buddha - বুদ্ধকে হত্যা কর । তাঁদের দাবী, গৌতম বুদ্ধের শিক্ষার মাঝেই এর মর্মার্থ লুকিয়ে আছে। এটা তারই মেটাফর । যার ব্যাখ্যায় বলা হয়েছে , একজন জেন অনুশীলন কারীর চিন্তায় যদি বুদ্ধ অবস্থান করেন, তাহলে তাঁর এগিয়ে যাবার পথ তো রুদ্ধ । বুদ্ধ সেখানে প্রি অকুপাইড হয়ে আছেন । তিনি সামনের পৃথিবীর প্রয়োজনের পথে এগুবেন কী করে ? অতএব কিল বুদ্ধ , বুদ্ধ(প্রাক চিন্তা)কে হত্যা কর, পথ পরিস্কার কর, মুক্ত পথে এগিয়ে যাও ।
পাদটীকা - ঠিখ নাট হান(Thich Nhat Hanh) বর্তমানে জীবিত বিশ্ব বিশ্রুত একজন জেন সন্যাসী , অহিংস সংগ্রামী, কবি,শান্তির স্বপক্ষে ক্লান্তিহীন লেখক । প্রিন্সটন ইয়ুনিভারসিটি তে উচ্চশিক্ষা নেন। ১০০ অধিক বই তাঁর আছে যার অধিকাংশ ইংরেজিতে অনুদিত।যার বেশ কয়েকটি বেস্ট সেলার বিশ্বব্যাপী। ভিয়েতনাম এর কম্যুনিস্ট সরকার যখন তাঁকে নিষিদ্ধ করেন,ফ্রান্স তাঁকে এসাইলাম দেয় এবং পাম বিচ ভিলেজ এলাকায় তাঁর জন্যে আবাস গড়ে তোলেন । সেখানে তাঁর সাথে দেখা করতে বা আলোচনা শুনতে বিশ্বের অনেক দেশের জ্ঞানী গুনীরা যান। ১৯৬৭ সালে মারটিন লুথার কিং (জুনিয়র) নোবেল শান্তি পুরস্কারের জন্যে তাঁকে নমিনেট করেন । বর্তমানে তাঁর বয়স ৯০ বছর ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.