নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

পৌরুষ

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

ধর্ম, সমাজ সবটাই পুরুষের সৃষ্টি । এখানে 'অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর ' এটা একেবারেই বাজে কথা । প্রকৃত সত্য যে সেখানে নারী পুরুষের বন্ধুত্ব বা ভালবাসা অসম্ভব । একজন জেইলর এর সাথে আরেক জন কয়েদীর ভালবাসা অসম্ভব । শারীরিক কামনা যতক্ষন আছে ততক্ষন কেউ একা নয়, সেই একা থাকার ক্ষমতা তার হয় না ।সেটার বিলয় ঘটলেই মানুষ একাকীত্বের স্বাদ উপভোগ করতে পারে । দ্য হোল গেইম অব সেক্স আর কিছু নয় , একটা দীর্ঘ দুঃসময় - ফাইটিং, ঘৃণা, প্রতিহিংসা, অন্তর্দাহ, খল হিংস্রতা এবং বিদ্ধেষ । এমন অনেক্কেই দেখেছি, যারা আর মানুষকে ভালবাসতে ইচ্ছুক নয় । কুকুর, বিড়াল ,তোতা পাখি , তাদের কাছে অনেক নির্ভরযোগ্য ,এমন কি প্রিয় বাই সাইক্যাল , মোটর গাড়ী । এদের উপর ডমিনেট করা যায় । এরা প্রতারনাও করে না । মানুষে মানুষে যে জটিলতা,সেটা পশু পাখিদের সাথে মোটেই ঘটে না ।
আধুনিক মন মানসের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, সব ধরনের সম্পর্ক, তার কাছ নৈমিত্তিক, খুচরা বা উদেশ্যহীন - যাকে বলা যায় ক্যাজুয়াল। সে প্রতিশ্রুতি দিতে চায় না, অঙ্গীকারে আবদ্ধ হতে চায় না । বাগদান তার কাছে ভীতিকর । সে এটা বুঝেছে যে ,খুব বেশি যুক্ত হলে তাতে বিস্ফোরণ অবশ্যম্ভাবী। নিজের ভিতরের মানুষের সাথে বাইরের অন্য কারর সাথে শুরু হবে যুদ্ধ যুদ্ধ খেলা । জীবন হয়ে উঠবে কুৎসিত, লোম হর্ষক, অসহনীয় । যতই দূরে রইবে, মনে হবে মরুভুমির উপর মরুদ্যানের মতো - এসব খেলায় সে পারদর্শী । সরলতা তার অনেক আগেই তিরোহিত । কাছে আসলেই সব ইল্যুশন, সব প্রপঞ্চ । যেই না একবার ধরা পড়ে গেল, আজীবন জেল । এটাই আধুনিক বিকার । যার সকল উৎস তার মন, তার ভেতরের কারুকার্য । তার জ্ঞান, তার দর্শন, বিজ্ঞান, সংস্কৃতি, তার মতাদর্শ, চয়েজ, নৈশ ক্লাব, রক্তিম গেলাসে তরমুজ মদ, ক্যারিয়ার, তার স্ট্যাটাস, তার সফলতা এবং সাথে নিত্য নতুন ডিভাইস । হাহা । পুরুষ এতোই সাকসেসফুল, এতোই, এতোই সফল চল্লিশে গিয়ে পেয়ে গেল গ্যাস্ট্রিক আলসার। ইতোমধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ছুঁই ছুঁই - কম পক্ষে একটা কি দুটা হার্ট এট্যাক । বাই দ্য টাইম মধ্য বয়স পেরিয়ে অল মোস্ট আ ডেড ম্যান । সাকসেসফুলি, মরন রে তুহু মম শ্যাম সমান । যারা বেঁচে আছে সাথে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল বা বাম্রুন গ্রাদ , বিশাল ডিলাক্স গাড়ী আর মসৃণ ইস্ত্রির ভাঁজের ভিতর এক পঙ্গু ভিখারী । হয়তো বাইরে আলেজেন্ডার বিশ্ব বিজয়ী দুর্বিনীত, কিন্তু ভিতরটা তার কোনদিন জয়ী হয় নি। তা দুরলংগ্য সমুদ্র পর্বত । তার মগজের বাম গোলার্ধ সারা জীবন ছিল সক্রিয় । আর ডান গোলার্ধ ছিল অলস, নিস্ক্রিয়, অথর্ব এবং মুল্যহীন কানাকড়ি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:০৫

বিজন রয় বলেছেন: ধর্ম, সমাজ সবটাই পুরুষের সৃষ্টি ।
সহমত।

২০ শে জুন, ২০১৬ সকাল ১১:১৭

পি কে বড়ুয়া বলেছেন: ধন্যবাদ, সাথে থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.