নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া

চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,

পি কে বড়ুয়া › বিস্তারিত পোস্টঃ

মুক্তমনা

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

শিশু ছাড়া আর কেউ মুক্তমনা নয় । তার আছে প্রতি মুহূর্তে র অপার বিস্ময় । যা কিছু দেখবে তাতে তার কোন বিকার নেই। সে তার চোখ ভরে দেখবে, কান ভরে শুনবে। দেখার আর শোনার বিষয় বস্তুর কোন ব্যাখ্যা তার কাছে নেই । নেই কোথাও প্রয়োগ করার মতো অলংকার । সে একটা দেয়াল বিহীন বাড়ী, সে একটা উম্মুক্ত খেলার মাঠ। সেখানে কোন গ্যালারী নেই, দর্শক নেই । তবে সময় বেশি নেই হাতে তার । আস্তে আস্তে দেয়াল উঠতে থাকে। ধর্মের দেয়াল, সংস্কৃতির দেয়াল,ভালবাসার দেয়াল, ঘৃণার দেয়াল, লোভের দেয়াল, আসক্তির দেয়াল, লালসার দেয়াল, জ্ঞানের দেয়াল, মতাদর্শের দেয়াল, সর্বোপরি ভয়ের দেয়াল। পাথুরে শিলা খন্ডের মতো শক্ত হয়ে ঊঠে সে দেয়াল, সেই খোলস । প্রলুব্ধ সে আবিস্কার করতে থাকে আপন কোঁচড়ে যা আছে তাই ই শ্রেষ্ট । এই প্রতীতি থেকে কেউ মুক্ত কি ??? শ্রেষ্টত্বের অহং । আমাদের বায়লজিক্যাল স্লেভারি বা জৈবিক দাসত্ব কখনো ভালবাসাকে মুক্তি দেয় না । এটা এতোই কুৎসিত যে, আমরা ভালবাসার জন্যে অন্ধকার কেই বেছে নেই । এটাই সিদ্ধান্ত । বিশ্বাসীরা বলে তাদের নৈতিকতা আছে, অবিশ্বাসীরা বলে তাদের নৈতিকতা আছে । উভয়েই এবং বলে তাদের সংস্কৃতি আছে । কিন্তু প্রকৃতির কোন নৈতিকতা নেই, সংস্কৃতি নেই, খোলস নেই। সে যা, তাই ই তার আসল রূপ । তাই তার রূপান্তর ঘটে , সে বদলায় । ভিতরে বাহিরে সে এক , প্রতারনা মুক্ত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.