নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত,
অমিল - আমাদের দিনে,নতুন বই পাওয়াটা ছিল স্বপ্নের মতো। অনেক সময় দাদা দিদিদের পুরনো বই দিয়ে চালিয়ে দিতে হতো । অগত্যা যখন নূতন বই নিতেই হতো, তখন একেকটি অপেক্ষার ক্ষন যেন মহাকালের মতো মনে হত। কখন বই হাতে পাব,কেমন হবে দেখতে বাইরের কভার, ভেতরের ছবি ? মনে আছে একবার পাড়ার এক দাদু থানা শহরের বই এর দোকান থেকে বই কিনে আনবে এই অপেক্ষায় প্রহর গুনতে গুনতে অতঃপর ঘুমের রাজ্যে। সন্ধ্যা ঘনিয়ে জমাট বেঁধে যাওয়া অন্ধকার, পাড়াগাঁর রাতের নিস্তব্দতা ভেঙ্গে তিনি বাজখাই গলায় ডাক দিলেন আঙ্গিনায় দাঁড়িয়ে। নিমিষেই পলায়নপর ঘুম কচলানো চোখে বই গুলো বুকে করে ল্যাম্পের মৃদু আলোর সামনে বসে যাওয়া । বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস চোখে । ভোরের অপেক্ষার প্রতি প্রবল অনীহা । তারপর, চিনা বাদামের খোসার রঙের কাগজে যত্নে বাধানো সেই সব বই নিয়ে স্কুলে যাওয়া । সেই আমাদের বই উৎসব । আমাদের পুরনো দিনের অম্লান স্মৃতি আজ সম্পূর্ণ ভিন্ন মাত্রায় এই সব শিশুদের মাঝে । আমাদের দিন আর নেই। তা আজ সিনান্ত্রপাস এর ফসিল । আমাদের এই সব সন্তানেরা আজ ভিন্ন মাত্রার আনন্দের সঙ্গী । তাদের হাতে হাতে এখন নতুন বই । বছরের প্রথম দিনেই। কতো বিশাল এই ঘটনা। অভাবনীয় ।
মিল - স্কুলে আমাদের ধর্ম শিক্ষা বাধ্যতা মুলক ছিল । আমাদের মা বাবা পরিবার পরিজন দের উপর ভরসা ছিল না । হয়তো তারা ধর্ম নিষ্ট ছিল না , তাই । এখন আমাদের সন্তানদের জন্যে আরও বেশি বেশি ধর্ম শিক্ষা চালু করেছে সদাশয় সরকার । কারন এখনো পরিবার গুলো ধর্মনিষ্ট নয় - এটা বুঝেই । স্কুল আমাদের ধর্ম শিখিয়েছে । তাই আজ আমরা খুবই ধার্মিক এবং নীতিবান হয়ে উঠেছি। আমাদের সন্তানেরা আমাদের চেয়ে আরও বেশি ধার্মিক নীতিবান হয়ে বেড়ে উঠবে । আমাদের কালে ধর্মের ক্লাস আসলে আমরা একেক দল একেক রুমে আলাদা হয়ে ঢুকে পড়তাম। আমাদের বাড়ী মহল্লা পাড়া শুধু আলাদা ছিল না। ধর্মের ক্লাস আসলে স্কুলেও এক ঘন্টার জন্যে আলাদা হতাম। ব্রিটিশরা নাকি 'ডিভাইড এন্ড রুল' চালু করেছিল আমাদের জন্যে। তাদের সফলতা থেকে শিক্ষা নিয়ে আমাদের মহান সরকাররা 'ডিভাইড এন্ড টিচ' শিক্ষা ব্যবস্থা চালু রেখেছে। সেই ধারাটা কে ধরে রাখতে পারলে একদিন এই দেশ ইভ টিজিং মুক্ত, ধর্ষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বিশ্বের এক নম্বর নীতিবান দেশে পরিনত হবে। এমন দিন কবে আসবেক জ্ঞ !
©somewhere in net ltd.